চাঁদ রাত পর্যন্ত চলে ঈদের শপিং। শেষ মুহূর্তের কেনাকাটা সঠিকভাবে সম্পন্ন করতে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ থাকছে আজ।
চাঁদ রাতের কেনাকাটায় উৎসব মিশে থাকে। তাই সম্ভব হলে সময় নিয়ে বের হওয়া যেতে পারে। একটু ঘুরে বেড়ানো, একটু খাওয়া দাওয়ার সঙ্গে হয়ে গেল একটু কেনাকাটা!
কী কী প্রয়োজন, লিস্ট করে নিন। এ জন্য ব্যবহার করতে পারেন কাগজ অথবা মোবাইল অ্যাপ। যেটাতে আপনার স্বাছন্দ্য। যা কিছু জরুরি, তা কোথায় কোথায় পাওয়া যাবে, চিন্তা করে নিন। সে অনুযায়ী পরিকল্পনা করলে সহজ হবে শপিং।
বিভিন্ন ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এ সময়ে আকর্ষণীয় অফার দিয়ে থাকে। মূল্য পরিশোধের আগে সেলস পারসনের কাছে জেনে নিতে পারেন এ সম্পর্কে। তাহলে খরচ কিছুটা কমবে। আরও কিছু যোগ করতে পারবেন শপিং বাকেটে।
গয়না, ব্যাগ, স্কার্ফের মতো অনুষঙ্গ কেনাকাটা করতে গেলে মনে রাখুন পরের দিনই কিন্তু ছুটি। মনোযোগ দিয়ে যাচাই করে তবেই কিনুন। জুতা কিনলে পায়ে পরে হেঁটে নিন কয়েক কদম। বড় কিংবা ছোট নয়, পায়ের মাপ মতো জুতোই শুধু আরাম দিতে পারে।
প্রসাধন কিনতে চাইলে সেখানেও থাকতে হবে সতর্ক। প্রয়োজন বুঝে তবেই কিনতে হবে। ব্যবহৃত উপাদানের মধ্যে কোনোটি ক্ষতিকর কি না, সে বিষয়ে সচেতন থাকা চাই। এর সঙ্গে মেয়াদ দেখে নিলে ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।
এক মাস রোজা রেখে প্রচন্ড ক্লান্তি জড়িয়ে রাখলে বিশ্রাম নিয়ে তবেই বেড়ানো ভালো। এ রাতে দীর্ঘ সময় পসরা সাজিয়ে বসেন দোকানিরা। তাড়াহুড়ার তেমন কিছু নেই।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ