‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন’ (এসএমই ফাউন্ডেশন) ও ‘অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ’-এর আয়োজনে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালের শেষ দিন ছিলো আজ। উৎসবের সার্বিক বিষয় এবং বয়নশিল্পীদের বর্তমান অবস্থা তুলে ধরতে উৎসবের সমাপনি দিনে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল বিষয় ছিল, পরিবর্তনের ধারায় ঐতিহ্যবাহী বয়নশিল্পের ভবিষ্যৎ। যেখানে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক ও কারুশিল্পী চন্দ্রশেখর সাহা। এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আব্দুল হালিম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মির্জা নূরুর গণি শোভন, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম। এছারা সেমিনারে বয়নশিল্পীদের নৃতাত্বিক ও বর্তমান অবস্থা তুলে ধরেন শিল্পসমালোচক মঈনুদ্দিন খালিদ ও ফ্যাশন কলামিস্ট শেখ সাইফুর রহমান।
বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতপণ্য নিয়ে আয়োজিত এই ফেস্টিভ্যালে প্রদর্শন করা হয় জামদানি, নকশী কাঁথা, বেনারসি, টাঙ্গাইলের তাঁত, সিরাজগঞ্জের তাঁত, মণিপুরী তাঁত, রাঙ্গামাটি ও বান্দরবান এর তাঁতে তৈরি পণ্য। ফেস্টিভালে মোট ৪০টি স্টল স্থান পায়। যেখানে তাঁতপণ্য প্রস্তুতকারক বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিজাইনার ও তাঁতিসহ সংশ্লিষ্ট বিষয়ের স্টেকহোল্ডারা এই উৎসবে অংশ নেয়। ফেস্টিভ্যালে স্টলগুলোর মধ্যে সাতটি স্টলে দেশের স্বনামধন্য সাতজন ডিজাইনারের তৈরি তাঁতপণ্য স্থান পায়। অন্যান্য স্টলে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বয়নশিল্পীদের তাঁতপণ্য।