অ্যান্ড্রয়েড ফোনে কার না লোভ আছে! তবে কম মুল্যের অ্যান্ড্রয়েডে লাভের চেয়ে লোকসানই বোধ হয় বেশি। তবে সে লোকসান হয়ে যাবে ব্যবহারকারীর অজান্তেই। ফাঁস হয়ে যেতে পারে তার তথ্য। কিন্তু কীভাবে?
অনেক মডেলের ফোনে ম্যালওয়্যার প্রি-ইনস্টল করা থাকে। বিশেষ করে কম মূল্যের কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড ফোনে ‘কসিলুন’ নামের অ্যাডওয়্যার প্রি-ইনস্টল করা থাকে। এটি ব্যবহারকারীর তথ্য চুরি করতে পারে।
ফোনে থাকা অ্যাডওয়্যার, ব্যবহারকারীর ফোনের স্ক্রিনের ওপর আরেকটি স্ক্রিন তৈরি করে। ব্যবহারকারী তার ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইটের স্ক্রিনের ওপর একটি স্তর সৃষ্টি করে। যেহেতু স্মার্টফোনে ফার্মওয়্যার স্তরে থাকে, তাই সেটি মুছে ফেলা কঠিন।
কিন্তু কোনো উপায় কি নেই?
মোবাইল ফোন থেকে ‘কসিলুন’ নিষ্ক্রিয় করতে চাইলে আগে তাতে অ্যাডওয়্যার আছে কি না, সেটা খুঁজে বের করতে হবে। সেটিংসের ভেতর ক্রাশ সার্ভিস, আইএমইমেস কিংবা টার্মিনাল নামে অ্যান্ড্রয়েড আইকনে এটি থাকতে পারে। ওই অ্যাপের ডিজঅ্যাবল বোতাম চেপে তা বন্ধ করা যাবে।
অ্যাভাস্ট থ্রেট ল্যাবসের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা বিষয়টি গুগলকে জানিয়েছে। গুগল কর্তৃপক্ষ বিভিন্ন পদ্ধতিতে ক্ষতিকর অ্যাপের বিরুদ্ধে ব্যবহার নেওয়ার কথা বলেছে। ‘গুগল প্লে প্রটেক্ট’ হালনাগাদ করছে গুগল।
অ্যাভাস্টের পক্ষ থেকে ‘কসিলুন’ অ্যাডওয়্যারের সি অ্যান্ড সি সার্ভার নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য ডোমেইন নিবন্ধনকারী ও সার্ভার সেবাদাতাদের কাছে অনুরোধ করা হয়েছে। জেনলেয়ার নামের এক সেবাদাতা প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। তবে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আবারও কসিলুন সক্রিয় হয়ে গেছে।