গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ড্রোনের মতো সেলফ ফ্লাইং এয়ার ট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছেন। এই প্রজেক্টে ল্যারি পেজ চুক্তি করেছেন ক্যালিফোর্নিয়ার ফ্লাইং প্লেন কোম্পানি কিটি হকের সঙ্গে। তবে প্লেন তৈরিতে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেবেন আমেরিকান অনলাইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান উডাসিটির প্রধান সিবাস্টিয়ান থ্রান।
বিদ্যুচ্চালিত এই স্বচালিত প্লেনটি তৈরি হচ্ছে নিউজিল্যান্ডে। কারণ, দেশটিতে নিষেধাজ্ঞা আমেরিকার চেয়ে কম। বর্তমানে সেটি ওড়ানোর পরীক্ষণও শুরু হয়েছে।
এ ধরনের বিমানকে সাধারণত বলা হয় ইভিটিওএল, অর্থাৎ ইলেকট্রিক ভার্টিকেল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং। তবে, কিটি হক এর নাম দিয়েছে কোরা। এতে আছে ৩৬ ফুট উচ্চ উইংস্প্যান, ১২টি রোটার। চলবে ব্যাটারির সাহায্যে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের চেয়ে বেশি বেগে উড়তে পারবে। প্রয়োজনে মানুষও এটির নিয়ন্ত্রণ করতে পারবে।
কিটি হকের কর্মকর্তারা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের বিমান এয়ার ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে। এটি দুজন যাত্রী বহন করতে পারবে। ইভিটিওএল নিয়ে অনেক কোম্পানি এখন গোপনে গবেষণা চালাচ্ছে।
তবে, কিটি হকের কোরা মডেল বিমানের নকশাটিই সবচেয়ে কৌতূহলকর বলে মনে করছেন ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ডের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্টিভ রাইট।