স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় কি না, এই প্রশ্ন জমে থাকে অনেকের মনে। এমন অনেক দম্পতি আছেন যারা এ বিষয়ে দুশ্চিন্তায় ভোগেন। বিশেষ করে সন্তান আসার সময়ে। কিন্তু ডাক্তারদের মতে, স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা নেই।
সারা পৃথিবীতে ৩৬ শতাংশ মানুষের রক্তের গ্রুপ ‘ও’, ২৮ শতাংশ ‘এ’ গ্রুপের এবং ২০ ভাগ রয়েছে ‘বি’ গ্রুপ রক্তের মানুষ। আর এশিয়ার মানুষদের মধ্যে ৪৬ ভাগ মানুষের রক্তের গ্রুপ ‘বি’। পাশাপাশি উপমহাদেশের মানুষের বেশির ভাগ মানুষের রক্তের গ্রুপও ‘বি’। এখানে স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়াটাই স্বাভাবিক। এতে কোনো সমস্যা হবে না। সমস্যাটা তৈরি হয় যখন স্ত্রীর রক্ত হয় নেগেটিভ আর স্বামীর রক্তের গ্রুপ হয় পজিটিভ তখন। তবে এশিয়াতে নেগেটিভ রক্তের গ্রুপ মানুষের সংখা মাত্র ৫ শতাংশ। স্বামী-স্ত্রীর নেগেটিভ পজিটিভ রক্ত হলে যেই সমস্যাটা হয় তাকে বলে ‘আরএইচ ইসোইমুনাইজেশন’। এই রোগের সহজ চিকিৎসা ও টিকা রয়েছে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই।
অনেকের আবার একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, বাবা-মায়ের রক্তের গ্রুপ এক হলে সন্তানের থ্যালাসেমিয়া হয়। এটিও সম্পূর্ণ ভুল ধারণা। রক্তের গ্রুপ এক হলে থ্যালাসেমিয়া হয় না। থ্যালাসেমিয়া হয় ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে।