দৈনন্দিন জীবনের অপরিহার্য গ্যাজেট স্মার্টফোন। দিন-রাত মিলিয়ে লম্বা সময় ব্যয় হয় স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। কিন্তু এই অভ্যাসই ডেকে আনে কাল। সাম্প্রতিক এক গবেষণা এমন তথ্যই বেরিয়েছে। গবেষণা করেছে ভেনেজুয়ালের সিমন বলিভার বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের জুন মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত ১০৬০ জন শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ৭০০ জন নারী এবং ৩৬০ জন পুরুষ। নারীর গড় বয়স ১৯ বছর আর পুরুষের ২০।
গবেষণার ফলাফলে জানানো হয়েছে, স্মার্টফোন ব্যবহারে শারীরিক কার্যকলাপ কমে যাচ্ছে। যেসব শিক্ষার্থী দিনে পাঁচ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করে, তাদের মধ্যে ৪৩ শতাংশের মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে।
গবেষক মিরারি ম্যান্টিলা-মরন বলেন, ‘স্মার্টফোনের সামনে অতিরিক্ত সময় ব্যয় করলে শারীরিক কার্যকলাপের সময় কমে যায়। এর ফলে অল্প বয়সে মৃত্যু হতে পারে। তা ছাড়া ডায়াবেটিস ও হৃদরোগের আশঙ্কা বাড়ে। দেখা যেতে পারে বিভিন্ন ধরনের ক্যানসার।’