মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করলেন প্রথিতযশা অভিনেত্রী তাজিন আহমেদ। গতকাল ২২ মে উত্তরার একটি হাসপাতালে তিনি মারা যান।
অভিনয়শৈলীর পাশাপাশি তার উপস্থাপনাও দর্শক-শ্রোতাদের মোহিত করেছিল। লেখালেখির হাতও ছিল পাকা। তার বেশ কিছু গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক। মানবতার কল্যাণে করেছেন রাজনীতিও।
১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তাজিন আহমেদ। অভিনয়ে এসেছিলেন মায়ের হাত ধরে। মা দিলারার ছিল প্রোডাকশন হাউজ। সেই সূত্রে ছোটপর্দায় আবির্ভাব তাজিনের।
মঞ্চে পা রাখেন নাট্যজন নাট্যদলের কর্মী হয়ে। ২০০০ সালে দল বদলে আসেন আরণ্যক নাট্যদলে।
অভিনয়ে আসার আগেই এসেছিলেন উপস্থাপনায়। বিটিভিতে প্রচারিত ‘চেতনা’ অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু করেছিলেন তিনি।
পড়াশোনা করেছেন ইডেন কলেজে। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন তিনি। পরবর্তী সময়ে ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। জীবদ্দশায় আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন এই অভিনেত্রী।
ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন নাট্য পরিচালক এজাজ মুন্নাকে। কিন্তু সেই সংসার টেকেনি। পরে বিয়ে করেন ড্রামার রুমি রহমান নামের এক যন্ত্রশিল্পীকে।
তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয়েছে যাতক, যোগফল, বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, হুম, সম্পর্ক নামের নাটকগুলো।