আদিকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে হলুদ। এটি রান্নায় যেমন স্বাদ বাড়ায়, তেমনি ত্বকের যত্নেও হলুদের জুড়ি মেলা ভার। ত্বকচর্চা ছাড়াও চুলচর্চায় হলুদ যেন অদ্বিতীয়।
হলুদের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়। তা ছাড়া খুশকি দূর করে এ মসলা। চুল ঝলমলে করতেও ব্যবহার করতে পারেন এটি। আসুন, জেনে নিই চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন হলুদ।
চুলের খুশকি দূর করতে: হলুদে আছে জীবাণুনাশক ও পরিষ্কারক গুণাগুণ। আর তাই খুশকি মোকাবিলায় এটি দারুণ কার্যকর। খুশকি থেকে মুক্তি পেতে কাঁচা হলুদ বাটার সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর তা মাথার ত্বকে মেখে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। শেষে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুব দ্রুত খুশকি কমে যাবে।
চুলের বৃদ্ধি ঘটাতে: মাথার ত্বকের নানাবিধ সমস্যা দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে হলুদ। এ ছাড়া চুল পড়ার হার হ্রাস করে। হলুদগুঁড়ার সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে এ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়।
চুল পড়া বন্ধে: শক্ত স্কাল্প ও চুল পড়া বন্ধ করতে নারকেল তেলের সঙ্গে হলুদ বাটা মিশিয়ে ভালোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করে নিন। চাইলে দুধ, মধু ও কাঁচা হলুদ বাটা ভালোভাবে পেস্ট করে চুলে ব্যবহার করতে পারেন।
চুলে লালচে আভা পেতে: চুলে লালচে আভা আনতে হলুদের সঙ্গে মেহেদি ও দই মিশিয়ে চুলে মাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ঝলমলে চুল পেতে: ডিমের কুসুমের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এ পেস্ট সপ্তাহে এক দিন মাথার তালুতে লাগান। চুলে ঝলমলে ভাব চলে আসবে।