‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ শ্লোগানে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে ১৩ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২০। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে উৎসবে মোট ৫টি ভেন্যুতে ৩৯টি দেশের ১৭৯ টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত।
প্রথম পর্বে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পানুরাগী এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি, উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার।
দ্বিতীয় পর্বে শওকত ওসমান মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আবুল মাল আবদুল মুহিত এবং জুনাইদ আহমেদ পলক এম.পি উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। আরও বক্তব্য রাখেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব পরিচালক ফারিহা যাহিন বিভা। আলোচনা শেষে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা। এরপর এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র র্জামানি চলচ্চিত্র ‘রোকা চেঞ্জেস দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শিত হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিশেষ প্রর্দশনী হিসেবে তরুণ নির্মাতা সুদীপ্ত সাহা পরিচালিত ‘খোকা যখন ছোট ছিলেন’ এ্যানিমেশন চলচ্চিত্রটি দেখানো হয়।
এবার ঢাকায় মূল উৎসবের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তন। ২৪ জানুয়ারি উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে। ২৫ জানুয়ারি আলিয়ঁস ফ্রসেঁসে সকাল ১১ টায় ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাটোগ্রাফী বিষয়ে ওয়ার্কশপ নেবেন নেহাল করোইসী এবং সন্ধ্যা ৬টায় ইন্টারএক্টিভ সেকশনে অংশ নেবেন এন্নী বারোই ।