skip to Main Content

পোর্টফোলিও I বর্ণ সমন্বয়

আকদ দিয়ে শুরু হয় ঝাঁ-চকচকে শোডাউন। রিসেপশন পর্যন্ত। পরিচয় থেকে পরিণয়- এর আয়োজন কিন্তু একটা বিশাল ব্যাপার। যার প্রতিটি পর্বেই সুশোভিত পোশাকের উপস্থিতি। ফ্যাশনমনস্ক প্রিয়জনের পরামর্শে যোগ হয় কনের ফিউশনাল আউটফিট আর অ্যাকসেসরিজ। তাতে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোন- কালার প্যালেটের আবেদনময়ী সব রঙ। তবে এ বছরে ঘটেছে ব্যতিক্রম। রঙের সমন্বয়ে। ছকের বাইরেই যেন সমকালীন কনেদের সব আগ্রহ। মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানায় ব্রাইডাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন তাদের পছন্দের শীর্ষে। সে রকম স্টেটমেন্ট পিস নিয়ে এবারের ফ্যাশন অ্যালবাম

বিশেষ কৃতজ্ঞতা: মাহজাবিন ফাতিমা ওমর
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন

রিলা’স
আইস ব্লু লং কুর্তার সঙ্গে একই কালার প্যালেটের স্কার্ট। অলওভার এমব্রয়ডারি আর সিকুইন সেটিং করা কুর্তায়। গোটা পাত্তিতে অনবদ্য লোয়ার। ব্লাশ পিঙ্ক দোপাট্টায় মিক্স অ্যান্ড ম্যাচের ঐশ্বর্য

মডেল: নীল
জুয়েলারি: আনজুম

বার্ন্ট অরেঞ্জ কাতান বেনারসির জমিনজুড়ে সোনালি, রুপালি কলকার ক্ল্যাসিক মোটিফ। ইতিউতি রঙবেরঙের স্টোনের সেটিং। আঁচল ও চওড়া পাড়ে স্ট্রাইকিং জরির কাজ, চিকন লাল বর্ডার। কন্ট্রাস্টিং কালারের ব্রোকেডের ব্লাউজে অনবদ্য কনে

মডেল: মাশিয়াত
জুয়েলারি: আনজুম

সারা করিম
পাউডার ব্লু ব্লাউজের সঙ্গে আইভরি লেহেঙ্গা আর ওড়নার অনন্য কম্বিনেশন। ব্লাউজে সিকুইনের আকর্ষণীয় সেটিং। প্লিটেড প্যানেল দেওয়া লেহেঙ্গার ফ্লোরাল এমব্রয়ডারির ফাঁকে কারচুপির কারুকাজও দৃষ্টিনন্দন। মানানসই দোপাট্টা, তাতে বিডসের গাঁথুনি
মডেল: স্বরলিপি
জুয়েলারি: আনজুম

একই কালার প্যালেটের দুটি রঙ- আইস ব্লু আর ইন্ডিগো। প্রথাছুট এই কম্বিনেশনে তৈরি অনুপম ব্রাইডাল আউটফিট। সুতা, সূক্ষ্ম জরি আর সিকুইনের নিখুঁত নকশায় নজরকাড়া পোশাকশৈলী
মডেল: ইন্দ্রাণী
জুয়েলারি: আনজুম

শামীমা নবী
পাউডারি পিঙ্ক ফ্লোর লেন্থের গাউন। এতে আইস ব্লু ফ্লোরাল এমব্রয়ডারির জাদুকরি সমন্বয়। সঙ্গে সূক্ষ্ম জরি আর সিকুইনের নিখুঁত নকশা। কারুকাজ করা মানানসই ওড়না আর কোমরবন্ধনীতে কমপ্লিট কনের সাজ
মডেল: মৌ
জুয়েলারি: নাবিলা

সোনালি আর বেজের সমন্বয়ে লম্বা ব্লাউজ, লেহেঙ্গা আর ওড়না। প্রতিটিতেই মারসালা বর্ডারের যোগ। অলওভার পাথরের সেটিংয়ে ফুলেল নকশা আর জালের রূপায়ণ
মডেল: মাশিয়াত
জুয়েলারি: নাবিলা

সাহার রহমান
পাউডার পিঙ্ক ফ্লোর লেন্থ কামিজের জমিনজুড়ে ইলাবোরেট এমব্রয়ডারি। তাতে সূক্ষ্ম জরির কাজ। সিকুইন আর পার্ল সেটিংয়ে আভিজাত্য। ওড়নাতেও একই ধরনের নকশায় সম্পূর্ণ সিগনেচার স্টাইল
মডেল: নীল
জুয়েলারি: আনজুম

জমিনজুড়ে গোটা পাত্তির কারুকাজ এই পিচ লেহেঙ্গা-চোলির ইউএসপি। সঙ্গে পাউডার ব্লু দোপাট্টার আবেশী কম্বিনেশনে আউট অব দ্য বক্স স্টাইল স্টেটমেন্ট
মডেল: মিথিলা
জুয়েলারি: স্পার্কেল

হাউস অব আহমেদ

স্যাফায়ার ব্লু ব্লাউজে জারদৌসির ফুলেল মোটিফ। লেহেঙ্গাতেও এর প্রস্ফুটন। আইভরি জমিনে ফ্লোরাল এমব্রয়ডারি আর কারচুপির সমন্বয়। মানানসই দোপাট্টাতেও একই রেফারেন্স
মডেল: মৌ
জুয়েলারি: স্পার্কেল

টিল ব্লাউজের সঙ্গে একই রঙের লেহেঙ্গা আর দোপাট্টা। অলওভার সূক্ষ্ম জরির জমকালো কাজে নজর কাড়ে সিকুইনের বুননশৈলী
মডেল: মিথিলা
জুয়েলারি: স্পার্কেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top