আজকের রাশি I ২৫ অক্টোবর
মেষ
দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্ণতা পেতে পারে।
বৃষ
ব্যবসায়িক কাজে সাফল্য লাভের সম্ভাবনা আছে আজ।
মিথুন
আজ আর্থিক দিক ভালো যেতে পারে।
কর্কট
যোগ্যতা অনুযায়ী আজ যথাযথ মূল্যায়ন নাও পেতে পারেন।
সিংহ
উত্তেজিত হবেন না। তাহলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।
কন্যা
সব কথা না বলে বিবেচনা করে বলুন।
তুলা
সম্পর্কের জটিলতা আজ মিটে যেতে পারে।
বৃশ্চিক
সন্তানের মতিগতি নিয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু
পেছন থেকে কেউ ষড়যন্ত্র করলেও তা বাধাপ্রাপ্ত হবে।
মকর
বিদেশ ভ্রমণের ব্যাপক সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু।
কুম্ভ
সাহস করে এগোলেই আজ সফলতা আসতে পারে।
মীন
হঠাৎ করে আজ কিছু পেয়ে যেতে পারেন।