আজকের রাশি I ২৪ অক্টোবর
মেষ
গোপন শত্রুতা বাড়তে পারে আজ।
বৃষ
অলসতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে।
মিথুন
আড্ডা আর কাজ। দুই-ই করা চাই আজ।
কর্কট
গোপন কোনো কর্মকাণ্ড ফাঁস হয়ে যেতে পারে।
সিংহ
আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
কন্যা
পার্টনারশিপ ব্যবসায় বুঝেশুনে আজ বিনিয়োগ করুন।
তুলা
বিতর্কিত বিষয়ে আজ না জড়ালেই বরং ভালো।
বৃশ্চিক
আধ্যাত্মিক বিষয়ে তুমুল আগ্রহ বাড়তে পারে।
ধনু
মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।
মকর
আজ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়তে পারে।
কুম্ভ
যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে।
মীন
কারও সঙ্গে আজ বিতর্কে জড়াবেন না।