আজকের রাশি I ২৩ অক্টোবর
মেষ
পুরোনো শত্রুতা নতুন করে চাঙা হয়ে উঠতে পারে।
বৃষ
প্রেম বিষয়ে খুব সাবধানে পা বাড়ান আজ।
মিথুন
চাকরির ক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন।
কর্কট
গুজবে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না আজ।
সিংহ
অনেক ঝামেলা হবে আজ। তবে সবই শেষ হবে দারুণ সমাধানে।
কন্যা
পুরোনো বন্ধুকে ফিরে পেতে পারেন আজ।
তুলা
উদ্যমের অভাবে সাফল্য আজ হাতছাড়া হয়ে যেতে পারে ।
বৃশ্চিক
লোভের ফাঁদে আজ পা বাড়ানো চলবে না।
ধনু
সলিড সিদ্ধান্তে আসুন আজ। নইলে পস্তাতে হবে।
মকর
আজ অতি ক্রোধ আপনাকে বিপদে ফেলতে পারে।
কুম্ভ
পাওনা টাকার সমাধান হয়ে যেতে পারে।
মীন
অজানা কারণে মনটা খারাপ হয়ে যেতে পারে।