আজকের রাশি I ২২ অক্টোবর
মেষ
একদিনে পরিবার, অন্যদিকে প্রেম- দুকূল রক্ষায় বেশ ভুগবেন।
বৃষ
বন্ধুর অন্যায়কে প্রশ্রয় দিলে ভুগতে হতে পারে।
মিথুন
পুরোনো প্রেম নতুন রূপে আজ শুরু হতে পারে।
কর্কট
পথে চলাফেরায় বিশেষ সাবধানতা অবলম্বন করুন।
সিংহ
দমবেন না। এখন শুধু এগোনোর সময়।
কন্যা
আবেগের সঙ্গে যুক্তির মিশেল মেলানো চাই আজ।
তুলা
সৃষ্টিশীল কাজে দারুণ আনন্দ খুঁজে পাবেন।
বৃশ্চিক
কৌশলে প্রেমের সফলতা লাভের চেষ্টা না করাই ভালো।
ধনু
সামলাতে হবে আজ এমন কিছু, যার মুখোমুখি আগে হননি।
মকর
অভিমানকে জয় করার দিন আজ।
কুম্ভ
আজ একাই কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারেন।
মীন
প্রতিবাদী মনোভাবের কারণে হাতছাড়া বিষয় পুনরুদ্ধার হবে।