আজকের রাশি I ২১ অক্টোবর
মেষ
ব্যবসার কাজে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে।
বৃষ
পুরোনো শত্রুতা বিচলিত করে তুলতে পারে।
মিথুন
নিজের ভুলে নিজেই হতাশ হয়ে পড়তে পারেন।
কর্কট
আর্থিক সমস্যায় পড়লে তা কাটিয়ে উঠতে পারবেন।
সিংহ
ব্যাপারটা সহজভাবে নিন। তবেই সমাধান খুঁজে পাবেন।
কন্যা
আজ নতুন যোগাযোগের পথ খুলে যেতে পারে।
তুলা
মানসিক জোর আপনাকে আজ অনেক দূর নিয়ে যাবে।
বৃশ্চিক
অন্যের কথা প্রলুব্ধ হওয়ায় সুযোগ হাতছাড়া হতে পারে।
ধনু
আজ আপনার অপছন্দের পরিবেশ এড়িয়ে চলুন।
মকর
সামলাতে হবে আজ এমন কিছু, যার মুখোমুখি আগে হননি।
কুম্ভ
তৃতীয় কারো উসকানিতে পারিবারিক সুস্থিতি ব্যাহত হতে পারে।
মীন
যেকোনো পরিস্থিতিতে বিচলিত হওয়া যাবে না।