আজকের রাশি I ২০ অক্টোবর
মেষ
আজ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভুলে হলেও পরে তা উতরে যাবেন।
বৃষ
সময় মেনে না চলায় ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে পারেন।
মিথুন
উপস্থিত বুদ্ধির কারণে বিপদ থেকে মুক্তি পাবেন।
কর্কট
অবাক করার মতো কিছু করতে যাচ্ছেন আজ।
সিংহ
ক্ষমতার ভুল প্রয়োগের শিকার হতে পারেন।
কন্যা
নিজের উদ্যমের কারণে অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন।
তুলা
আইনি জটিলতায় পড়ে যেতে পারেন।
বৃশ্চিক
কোনো ব্যাপার নিয়ে বেশ আবিষ্ট থাকবেন। মোহমুগ্ধ দিন।
ধনু
অলসতা ঘেঁষতে চাইবে। নো পাত্তা।
মকর
আজ বিশেষ কোনো ঝুঁকি নেয়া যাবে না।
কুম্ভ
কোনো ঝামেলা থেকে বের হয়ে আসবেন আজ।
মীন
প্রভাবশালী ব্যক্তির সহায়তা কাজে লাগবে।