আজকের রাশি I ০৪ এপ্রিল
মেষ
সময়টা ঠিক যাচ্ছে না হয়তো আপনার সঙ্গে, আজ সমস্যাটা চিহ্নিত করতে পারবেন।
বৃষ
বড় সুযোগ পেতে যাচ্ছেন। কাজে লাগানোর চেষ্টা করুন।
মিথুন
ধৈর্য ধরাতেই মুক্তি, আজ তা টের পাবেন।
কর্কট
কী বলছেন! কী করছেন এসব!
সিংহ
টের পাচ্ছেন? আজ কিছু একটা ঘটতে চলছে।
কন্যা
আজ হয়তো বিশেষ কোনো সময়ের মুখোমুখি হবেন।
তুলা
আজ অনেক কিছু হয়ে যাবে না চাইতেই, সমঝে চলুন।
বৃশ্চিক
দারুণ ফর্মে থাকবেন আজ, সব কিছুতেই সফল।
ধনু
জিরোবার সুযোগ পাবেন, এরও প্রয়োজন আছে।
মকর
বেশ কর্মব্যস্ত দিন, কাজের একটি দিন।
কুম্ভ
সব সমস্যার সমাধান আপনার হাতে আজ।
মীন
যাবেন? ডাকটা কি শুনতে পাচ্ছেন?