আজকের রাশি I ০৫ এপ্রিল
মেষ
কারও পক্ষপাতদুষ্ট আচরণে বিরক্ত হতে পারেন, স্বাভাবিক থাকুন।
বৃষ
ফাঁকি দিতে চাইবে কেউ, সচেতনতা কাম্য।
মিথুন
আপদ জুটতে পারে, সাবধান!
কর্কট
ইচ্ছাকৃতভাবে কেউ ঝামেলায় ফেলতে চাইবে, সাবধান।
সিংহ
সহজ কাজটাই কঠিন করতে চাইবে কেউ, আপনি থাকতে কি তা সম্ভব?
কন্যা
মনের মেঘটুকু কেটে যাবে আজ, বেশ ঝরঝরে লাগবে।
তুলা
দ্বিধায় ভুগবেন আজ, উত্তরণেরও পথ খুঁজে পাবেন।
বৃশ্চিক
চেনা সময়টাকে কি অচেনা মনে হয় কখনও?
ধনু
অকারণটাকে কেউ কারণ বানাতে চাইবে, একেবারেই যা পছন্দ করেন না।
মকর
চটে যাবেন না, আজ ঠান্ডা মাথায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।
কুম্ভ
পরিবর্তনটা টের পাবেন, বেশ ইতিবাচক।
মীন
অলস সময়টাকে অদ্ভুতভাবে কাজে লাগাতে যাচ্ছেন আজ।