আজকের রাশি I ৩ এপ্রিল
মেষ
অযথা অভিযোগ করবে কেউ, সচেতন থাকুন।
বৃষ
কিছু একটা ত্যাগ করতে হবে আজ, দরকার ছিল এর।
মিথুন
দুর্ভোগ হতে পারে, ধৈর্য ধরুন।
কর্কট
প্রয়োজনে গতি কমিয়ে দিন, তবু এগোনোটা থামাবেন না।
সিংহ
আপাতদৃষ্টে অলাভজনক হলেও শেষতক তা লাভজনকই হবে আপনার জন্য।
কন্যা
অনিয়মের বিরুদ্ধে লড়তে হবে আজ, পারবেনও।
তুলা
নতুন চিন্তা ভর করবে, কাজেও দিবে বেশ।
বৃশ্চিক
খানিকটা অস্থিরতা থাকবে, দিন শেষে তা কেটেও যাবে।
ধনু
অদ্ভুত কিছু শুনতে পাবেন, চমকে উঠবেন।
মকর
কারও গড়িমসি বিরক্তির কারণ হবে, ব্যবস্থা নিন।
কুম্ভ
নির্লিপ্ত থাকবেন না, জেগে উঠুন।
মীন
বেশ বড় ঝামেলা কেটে যাবে আজ, নিজ গুণেই জয়ী হবেন।