skip to Main Content
গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকার রমজান আয়োজন

আসন্ন রমজানে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র বিশেষ খাদ্যসম্ভার ও আকর্ষণীয় রুম প্যাকেজ আপনার অভিজ্ঞতা আনন্দময় করে তুলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে থাকছে একটি জাঁকজমকপূর্ণ ইফতার বুফে, যাতে থাকবে রমজানের বিশেষ খাবারের মনোমুগ্ধকর সমাহার। উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে নরম মাটন ও বিফ হালিম, সুগন্ধি বিরিয়ানি ও তেহারি, বিভিন্ন ধরনের সুস্বাদু কারি যেমন চিকেন টিক্কা মসালা ও মাটন রোগান জোশ এবং টাওয়া বিফের মতো মুখরোচক পদ।

জনপ্রতি ৪,৪৯৯ টাকায় এই ইফতার বুফেতে থাকছে ওম আলী, মিষ্টি দই, কুনাফা ও বাকলাভার মতো বিভিন্ন লোভনীয় ডেজার্টের বিস্তৃত আয়োজন; সেই সঙ্গে থাকছে তাজা মৌসুমী জুস এবং খেজুর ও বাদামের বিশেষ সংগ্রহ। বিশেষ অফারগুলোর মধ্যে রয়েছে নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে ইফতার বুফেতে ‘একটি কিনলে একটি পান’ অফার এবং সপ্তাহান্তে সুহুর বুফেতে ‘একটি কিনলে একটি পান’ অফার (জনপ্রতি ১,৯৫০ টাকা, ২৪ ঘণ্টা আগে বুকিং করতে হবে)। অতিথিদের সুবিধার জন্য ১,৬৫০ টাকায় অল-ইনক্লুসিভ ইফতার টেকওয়ে বক্স পাওয়া যাচ্ছে।

রমজানের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করতে গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকা নিয়ে এসেছে বিশেষ রুম প্যাকেজ–
শুধু রুম: প্রতি রাতে ৯,০০০ টাকা (নেট); বুফে সুহুরসহ রুম: প্রতি রাতে ১০,৫০০ টাকা (নেট); বুফে সুহুর ও ইফতার এবং পরে ডিনারসহ রুম: প্রতি রাতে ১৫,০০০ টাকা (নেট)। হোটেলটি করপোরেট ও গ্রুপ ইভেন্টের জন্য কাস্টমাইজড মেনুর ব্যবস্থা করছে, যার মূল্য জনপ্রতি ১,৯০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। ৫০ বা তার বেশি জনের গ্রুপের জন্য ভেন্যু ভাড়া ফ্রি।

গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকার ম্যানেজিং ডিরেক্টর খালেদ উর রহমান বলেন, ‘আমাদের রন্ধনসম্পর্কীয় দল অত্যন্ত যত্নের সাথে একটি মেনু তৈরি করেছে যা এই পবিত্র মাসের ঐতিহ্যকে সম্মান জানায়। আমাদের রুম প্যাকেজগুলো রমজানে আরামদায়ক ও স্মরণীয় থাকার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে।’

গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকাতে রমজানের অভিজ্ঞতা আরও আনন্দময় করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি ইফতার বুফে বা সুহুর ডাইনিং অভিজ্ঞতা আপনাকে দম্পতি রিটার্ন এয়ার টিকিট (দেশীয় ও আন্তর্জাতিক), বিলাসবহুল গিফট হ্যাম্পার এবং আরও অনেক কিছুর জন্য র‍্যাফেল ড্রতে অন্তর্ভুক্ত করবে। রিজার্ভেশনের জন্য যোগাযোগের নম্বর: +৮৮ ০১৭৮৭৬৭৯০৯০।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক-ঢাকা একটি আধুনিক ৪-তারা বিজনেস হোটেল, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার একটি সুন্দর সমন্বয় রয়েছে। এখানে ব্যবসা ও অবসর ভ্রমণকারীরা উভয়ের জন্যই আরামদায়ক থাকার ব্যবস্থা রয়েছে। আরও তথ্য ও রিজার্ভেশনের জন্য, যোগাযোগ করুন: +৮৮ ০১৭৭৭৭১১৭৮৫ নম্বরে।

ঠিকানা: গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক-ঢাকা, প্লট-৮৪, রোড-৭, ব্লক-এইচ, বনানী, ঢাকা। ফোন: +৮৮ ০২৫৫০৪২৩৯৮-৯।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top