শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) নারায়ণগঞ্জের আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ আয়োজন করে ফ্যাশন ফটোগ্রাফি এক্সিবিশন-২০২৫ ও গুণী ফ্যাশন ফটোগ্রাফার সংবর্ধনা-২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মণীন্দ্র কুমার রায়। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন মডেল পিয়া জান্নাতুল। বিশেষ অতিথি ছিলেন ফ্যাশন ফটোগ্রাফার রফিকুল ইসলাম র্যাফ এবং অ্যাডভারটাইজিং ও প্রোডাক্ট ফটোগ্রাফার জিয়াউদ্দীন স্বাধীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান তানজীল হাসনাইন মঈন রনীত। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিইউএসি’র ডিরেক্টর অধ্যাপক ড. নাজমুল হাসান, বিজনেস অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফির ক্রমবিকাশ ও এর পেছনের প্রতিভাবান শিল্পীদের সম্মানিত করা। এক্সিবিশনটি ফ্যাশন ফটোগ্রাফি কোর্সের আওতায় অনুষ্ঠিত হয়। কোর্স শিক্ষক হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইন বিভাগের প্রভাষক নুসরাত জাহান। কোর্সের শিক্ষার্থীরা বিভিন্ন আর্ট, উপন্যাস অবলম্বনে ফটোগ্রাফি করে তাদের গল্প তুলে ধরেন।
অনুষ্ঠানে পিয়া জান্নাতুল বলেন, ‘ছোটবেলা থেকেই শখকে প্রাধান্য দিতে হবে। সময়ের সঙ্গে নিজেকে মানানসই করতে হবে।’ রফিকুল ইসলাম র্যাফ বলেন, ‘ফ্যাশন ও ফটোগ্রাফি– এই দুই শিল্প একে অপরের পরিপূরক। ফ্যাশনের জগৎ যতটা রঙিন ও সৃষ্টিশীল, ফটোগ্রাফি সেই রঙকে বন্দি করে শিল্পের রূপ দেয়।’ জিয়াউদ্দীন স্বাধীন বলেন, ‘প্রাতিষ্ঠানিক পড়াশোনা গুরুত্বপূর্ণ হলেও এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে এগিয়ে যেতে হবে। নিজেকে আবিষ্কার করতে হবে।’
শিক্ষার্থীরা যেন আগামী সময়ে ফ্যাশন কর্ণধার হতে পারেন, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডক্টর মনীন্দ্রকুমার রায়। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
এক্সিবিশনে অতিথিদের প্রতিটি ফটোগ্রাফি সম্পর্কে শিক্ষার্থীরা বিশ্লেষণ করেন। এরই ধারাবাহিকতায় ফ্যাশন এক্সিবিশন অনুষ্ঠিত হয়।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে