মীর মারিয়াম আহমেদ। বাংলাদেশের ফ্যাশন-বিউটি দুনিয়ার পরিচিত মুখ। ২০১৮ সালে প্রথম ফটোশুটে অংশ নেন তিনি। এরপরে শুধুই জয়যাত্রা।


মিস ইউনিভার্স বাংলাদেশের ২০২০ সালের আয়োজনে জায়গা করে নিয়েছিলেন প্রথম পাঁচ জনের মধ্যে। ফেইস অব বাংলাদেশের ২০২২ সালের আসরে মুকুট বিজয়ী তিনি। আন্তর্জাতিক ফ্যাশন ক্যারিয়ার শুরু করেন সাউথ কোরিয়া আর প্যারিসের রানওয়েতে। এরপরে এ বছরে নিউইয়র্ক ফ্যাশন উইকের দুটি আসরেরই রানওয়েতে উপস্থিত ছিলেন।

এ জন্যে নিজেকে তৈরি করেছেন। সময় দিয়েছেন। ইন্টারনেটের সহায়তা কাজে লাগিয়ে খুঁজে বের করেছেন আসন্ন ফ্যাশন উইকের বিস্তারিত। আবেদন ও পরবর্তী অডিশন পার করে তবেই পেয়েছেন ডাক। নিউইয়র্ক ফ্যাশন উইকে দশ জন বিদেশি ডিজাইনারের নকশা করা পোশাক পরে হাঁটেন তিনি।


ছোটবেলা থেকেই ফ্যাশনের প্রতি প্রেম তার। রানওয়েতে আপন করে নিয়েছেন। আর শিক্ষা গ্রহণ করেছেন স্থাপত্যকলা বিষয়ে। বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শেষ করেছেন গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশন করার উদ্দেশ্যে বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- সারাহ/ ক্যানভাস অনলাইন
ছবি: মীর মারিয়াম আহমেদের সৌজন্যে

