সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে নীল আকাশে, কাশফুল দুলছে হাওয়ার দোলায়, ঢাকের তালে তালে জেগে উঠছে শহর ও গ্রাম– এসে গেছে বাঙালির প্রাণের উৎসব, শারদীয় দুর্গাপূজা। এই পূজা শুধু ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির জীবনের রং, আবেগ ও ঐতিহ্যের উৎস। হাসিমুখের ভিড়, রঙিন শাড়ির ঝলক, পাঞ্জাবির আভিজাত্য আর নতুন পোশাকের আনন্দে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রতিটি পোশাকের ভাঁজে লুকিয়ে থাকে পূজার গন্ধ, প্রতিটি রঙে ফুটে ওঠে দেবীর শক্তি ও সৌন্দর্য।

দেশি ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ এই উৎসবের আবহ নিয়ে এসেছে শারদ উৎসব কালেকশনে; যেখানে মিশে আছে ঐতিহ্যের শিকড়, লোকজ শিল্প, শৈল্পিক কারুকাজ ও আধুনিক ফ্যাশনের রুচিশীলতা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও বলা হয়, এই শারদীয়ায় রঙ বাংলাদেশ সাজিয়েছে বিশেষ কালেকশন, যার প্রতিটি প্রোডাক্টই একটি গল্প। বাংলাদেশের লোকজ ঐতিহ্যের অনুপ্রেরণা– নকশী পিঠা, নামাবলি, দুর্গাপূজার মণ্ডপ ও চক্র দর্শন– নিয়ে এসেছে এক অনন্য থিমভিত্তিক সংগ্রহ। প্রতিটি থিম শুধু নকশার মধ্যেই নয়; রঙের খেলায়, কাপড়ের বুননে আর কারুকাজের সূক্ষ্মতায়ও প্রাণ পেয়েছে।

প্রেরণায় নকশী পিঠা
নকশী পিঠা বাংলাদেশের লোকজ সংস্কৃতির এক মিষ্টি ও মনকাড়া অধ্যায়। উৎসবের সকালে মায়ের হাতের ঘ্রাণমাখা এই পিঠা শুধু খাবার নয়, শিল্পের এক প্রাণবন্ত প্রকাশ। সেই পিঠার জ্যামিতিক নকশা, রেখার খেলা এবং রঙের ছন্দই হয়ে উঠেছে রঙ বাংলাদেশের এবারের পোশাক আয়োজনের প্রেরণা।

প্রেরণায় দূর্গাপূজার মণ্ডপ
দূর্গাপূজার মণ্ডপ বাঙালির ধর্মীয় চেতনা আর নান্দনিকতার এক বিস্ময়কর মিলনমঞ্চ। এটি শুধু দেবীর আবাহনের স্থান নয়; শিল্প, স্থাপত্য আর লোকজ সংস্কৃতির রূপায়ণেরও কেন্দ্র। কাঠ, কাপড়, বাঁশ, থার্মোকল কিংবা ধাতব উপাদানে তৈরি থিম-মণ্ডপগুলো প্রতি বছরই নতুন এক গল্প বলে, নতুন এক অনুভূতি সৃষ্টি করে। সেই গল্প, সেই রং ও সেই কারুকাজই রঙ বাংলাদেশের এবারের আয়োজনকে দিয়েছে এক নতুন দৃষ্টিভঙ্গি। পোশাকগুলোয় ধরা পড়েছে সেই উৎসবের আলো, সেই শিল্পের ছন্দ।

প্রেরণায় চক্র দর্শন
চক্র দর্শন হলো প্রাচীন ভারতীয় ধারণা, যেখানে শরীরের সাতটি শক্তিকেন্দ্র বা চক্রের কথা বলা হয়েছে। শরীরের এই সাত চক্র মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। সেই ভাবনা থেকেই রঙ বাংলাদেশের এই আয়োজন; যেখানে রং, বুনন ও অলংকারে প্রকাশ পেয়েছে সেই চেতনার জাগরণ। এই আয়োজনের পোশাকে নিজেকে সাজান এমন এক সৌন্দর্যে, যা আসে ভেতর থেকে-নির্মল, ভারসাম্যপূর্ণ, পূর্ণতা ছোঁয়া এক রূপে।

প্রেরণায় নামাবলী
নামাবলী কেবল একটি পোশাক নয়; এটি ভক্তি, শুদ্ধতা ও আত্মিক নিবেদনকে বহন করে। পূজার সময় ঠাকুরকর্তা বা পূজারী গলায় যে নামাবলী পরেন, সেটিই পূজার মূল আচার-অনুষ্ঠানের প্রতীক। তার গায়ে থাকে ঈশ্বরের হরেক রকম নাম- যেন ঈশ্বরকে ডাকার এক নীরব, ধারাবাহিক প্রার্থনা। রঙ বাংলাদেশ এই নামাবলীর ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছে বিশেষ কালেকশন; যেখানে বুননে, নকশায় আর রঙে ধরা পড়ে ঐতিহ্য ও আধ্যাত্মিকতার ছাপ। এই পোশাক শুধু সাজ নয়, বরং হয়ে উঠুক একটি নিবেদন; আত্মার গভীর প্রার্থনা।

শিশু, তরুণ-তরুণী, বাবা-মা ও প্রবীণ– সব বয়সী সবার জন্য একই থিমে তৈরি পোশাক রয়েছে এই কালেকশনে। পরিবারের সবাই একসঙ্গে মিলিয়ে পরতে পারবেন থিমভিত্তিক ডিজাইন, যা দেবে মিলেমিশে থাকার আনন্দ ও উৎসবের একাত্মতা।
পোশাক ডিজাইনে লালের দীপ্তি, খয়েরির গভীরতা, আকাশির স্বচ্ছতা, গেরুয়ার উষ্ণতা, কমলা রঙের উচ্ছ্বাস আর সাদার নির্মলতা– সব রঙ মিলেমিশে যেন পূজোর সকাল, দুপুর আর সন্ধ্যার পুরো গল্প বলে দেয় প্রতিটি পোশাকে।
প্রতিটি পোশাক যেন শরতের কাশফুলের মতো নরম, স্বচ্ছ ও প্রাণবন্ত। ফ্যাব্রিকসে আছে উৎসবের আরাম ও আভিজাত্যের নিখুঁত সমন্বয়; সফট সিল্কের মসৃণ পরশে উৎসবের রাজসিকতা, লিনেনের হাওয়ায় শরতের স্নিগ্ধতা, জ্যাকার্ড কটনের বুননে ঐতিহ্যের গভীরতা, কটনের সরলতায় সারাদিনের স্বস্তি আর ভয়েলের স্বচ্ছতায় মায়াবী সৌন্দর্য। ডিজাইনে মিলেছে স্ক্রিন প্রিন্টের নিখুঁত রেখা, ব্লক প্রিন্টের হাতে গড়া শিল্প, ডিজিটাল প্রিন্টের প্রাণবন্ত রং, সূক্ষ্ম এমব্রয়ডারির কারুকাজ এবং কাট-অ্যান্ড-স্যুর আধুনিক ফিনিশিং। প্রতিটি পোশাকই যেন এক টুকরো শিল্প, যা আপনার উৎসবকে দেবে ঐতিহ্যের গর্ব আর নতুনত্বের উজ্জ্বলতা।

শারদীয় উৎসব মানেই শুধু নতুন পোশাক নয়; এটি প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। এই আনন্দকে আরও রঙিন করে তুলতে রঙ বাংলাদেশ এনেছে নিশ্চিত উপহার অফার। প্রতিটি কেনাকাটায়ই থাকছে নিশ্চিত উপহার।
যেখানেই থাকুন, উৎসবের রং আপনার হাতের নাগালে। রঙ বাংলাদেশের এই এক্সক্লুসিভ শারদীয় কালেকশন এখন সাজানো রয়েছে দেশের ১৯টি আউটলেটে। প্রতিটি আউটলেটেই পাবেন থিমভিত্তিক সম্পূর্ণ ফ্যামিলি কালেকশন– সব বয়সী সবার জন্য ম্যাচিং পোশাকের দারুণ সমাহার।
যারা বাইরে যেতে চান না বা ব্যস্ততার কারণে আউটলেটে যেতে পারছেন না, তাদের জন্য রয়েছে অনলাইন শপিংয়ের সুবিধা। ঘরে বসেই ব্রাউজ করতে পারেন www.rang-bd.com বা রঙ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ। সেখান থেকে অর্ডার করলে পছন্দের পোশাক পৌঁছে যাবে গ্রাহকের দরজায়।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে

