skip to Main Content
টেকনো পোভা ফাইভজি সিরিজ উন্মোচন

বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে এর বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সাংবাদিক, টপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা। বাংলাদেশকে ফাইভজি ও এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে একটি নতুন মাইলফলক হিসেবে সিরিজটি উন্মোচন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পোভা ফাইভজি সিরিজ টেকনোর সবচেয়ে প্রতীক্ষিত লাইনআপ। এই সিরিজের ট্যাগলাইন ‘বর্ন টু বি ইউনিক’, যেখানে ফাস্ট ফাইভজি কানেক্টিভিটি, ইউনিক ডিজাইন ও সর্বাধুনিক এআই পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের তিনটি মডেল– ‘পোভা ৭ প্রো ফাইভজি’, আলট্রা-স্লিম থ্রিডি-কার্ভড ‘পোভা স্লিম ফাইভজি’ এবং স্টাইলিশ ‘পোভা কার্ভ ফাইভজি’। প্রতিটি ফোনের ডিজাইন ক্রেতাদের বিভিন্ন প্রয়োজনের জন্য উপযুক্ত পারফরম্যান্স ও আর্কষণীয় লুক প্রদান করে।

আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবনের সঙ্গে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এমন ডিভাইস আনতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসতে চাই, যা স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।’

পোভা ৭ প্রো ফাইভজি

এতে একটি ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও স্ট্যাটাস লাইট নিয়ে আসা হয়েছে, যা নোটিফিকেশন ও গেমিংয়ের সময় ব্যবহৃত হয়। এর ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স দেয়। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই-সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ ১.৫কে ডিসপ্লে, যা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ফোনটিকে সারা দিন চালানোর জন্য প্রস্তুত রাখতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ, ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে বক্সের সঙ্গে ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকও দেওয়া হয়েছে। এই ডিভাইসে এআই রাইটিং, কল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ ও এআই স্টুডিওসহ টেকনোর পূর্ণাঙ্গ এআই সাপোর্ট রয়েছে।

পোভা স্লিম ফাইভজি

এটি বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ফাইভজি স্মার্টফোন, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। স্লিম হওয়ার পরও পাওয়ারফুল পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং ও ২৪,৫৩২ বর্গমিলিমিটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এটি এয়ারস্পেস গ্রেড ম্যাটেরিয়াল ও ফাইবারগ্লাস ব্যাক কভার দিয়ে তৈরি, যা টেকসই ও প্রিমিয়াম স্টাইল নিশ্চিত করে। একই সঙ্গে, ফোনটি মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স টেস্টেও উত্তীর্ণ।

অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে মুড লাইট ফিচার ব্যবহার করা হয়েছে, যে ডাইনামিক লাইটিং ইফেক্ট দেয় এবং অনেকগুলো ইউনিক ফিচারের মধ্যে একটি হলো ৫০ জিবি ক্লাউড স্টোরেজ। পাশাপাশি, এর ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর ল্যাগ ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করে। এই ফিচারগুলো পোভা স্লিম ফাইভজিকে একটি স্মার্ট ও ভবিষ্যৎ-উপযোগী ডিভাইসে পরিণত করেছে।

পোভা কার্ভ ফাইভজি

ডিভাইসটিতে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, শক্তিশালী ডায়মেনসিটি ৭৩০০ ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৯০ এফপিএস পাবজি গেমপ্লে-সহ অসাধারণ গেমিং পারফরম্যান্স প্রদান করে। গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ এফএইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এই তিনটি পোভা ফাইভজি ডিভাইসেই একদম নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস ও সর্বাধুনিক টেকনো এআই সক্ষমতা নিয়ে আসা হয়েছে। এছাড়াও, ৩ টি মডেলে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), শক্তিশালী ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোলের মতো কানেক্টিভিটি অপশন ব্যবহার করা হয়েছে। পোভা স্লিম ফাইভজি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), পোভা কার্ভ ফাইভজি’র ৩২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং পোভা ৭ প্রো ফাইভজি’র মূল্য ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

বাংলাদেশের সকল টেকনো আউটলেটে এখন পোভা ফাইভজি সিরিজের ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন www.tecno-mobile.com/bd; অথবা টেকনো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করতে পারেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: টেকনো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top