skip to Main Content
আবারও সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল স্যামসাং মোবাইল

টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস বাংলাদেশের স্বীকৃতি পেয়েছে স্যামসাং মোবাইল । উদ্ভাবনী প্রযুক্তি, গ্রাহকদের আস্থা এবং সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবারের স্বীকৃতিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এআই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যুক্ত হওয়া পরবর্তী প্রজন্মের এই গ্যালাক্সি এআই প্রযুক্তি আরও স্মার্ট, ব্যক্তিকেন্দ্রিক এবং সুরক্ষিত মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা দেবে। এটি দৈনন্দিন কাজকে করে তুলবে আরও সহজ, যোগাযোগকে করবে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত এবং সৃজনশীলতাকে নিয়ে যাবে এক নতুন মাত্রায়।

স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে কাজ করতে সক্ষম গ্যালাক্সি এআই, এর পাশাপাশি মিড রেঞ্জের এ-সিরিজ ডিভাইসে যুক্ত হয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’। এই প্রযুক্তিগুলো একত্রে একটি উন্নত ইকোসিস্টেম গড়ে তোলে, যা ব্যবহারকারীর জীবনধারার সঙ্গে মানানসই সেবা দিতে সক্ষম।

পুরস্কার প্রাপ্তি নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার এমএক্স ডিভিশনের প্রোডাক্ট ও মার্কেটিং-কমিউনিকেশন প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, ‘সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। মানুষের প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করেছি বাংলাদেশে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে আরও উন্নত ও সন্তোষজনক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বলে রাখা ভালো, বিশ্বের ৯০টি দেশে কার্যক্রম পরিচালনাকারী সুপারব্র্যান্ডস এমনসব ব্র্যান্ডকে স্বীকৃতি দেয় যারা গুণগতমান, নির্ভরযোগ্যতা ও বাজারে নেতৃত্বদানের দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে থাকে। তারা নিয়মিত ব্র্যান্ড-ভিত্তিক বই ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করে থাকে। একটি সুপারব্র্যান্ড ভোক্তাদের কাছে এমনসব ব্যবহারিক সুবিধা প্রদান করে, যা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় আলাদা এবং যার জন্য ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে ক্রয় করে থাকেন।

সুপারব্র্যান্ডস বাংলাদেশ টানা দুই বছর ধরে দেশের উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোকে এই সম্মাননায় ভূষিত করছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top