জনপ্রিয় কণ্ঠশিল্পী বগা তালেব আসছেন এক বিশেষ সংগীতসন্ধ্যা নিয়ে। গল্প, কবিতা, সারি-ভাটিয়ালি, পুথি, পুরনো দিনের গান থেকে শুরু করে তার মৌলিক গান– সব মিলিয়ে এক রঙিন সুরের যাত্রা উপহার দিতে চলেছেন তিনি।
অনুষ্ঠানের নাম ‘একটা বগা ক্যানভাস’। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে। টিকিট প্রাইজ ৮৫০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, কোক স্টুডিও বাংলা’র মঞ্চে উজ্জ্বল উপস্থিতির পর থেকে বগা তালেব রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার যাত্রা বিরতিতে শ্রোতাদের জন্য সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন তিনি। আসন নিশ্চিত করতে সেন্ড মানি করা যাবে ০১৭১৭১৭১০০৩ নম্বরে; অথবা বিস্তারিত জানতে ও টিকিট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যও একই নম্বরে যোগাযোগ করা যাবে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

