skip to Main Content
এলো ফ্ল্যাগশিপ আইটেল এস২৫ সিরিজ

গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল, বাংলাদেশে গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টের মাধ্যমে তাদের নতুন ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজ উন্মোচন করেছে; যেখানে প্রিমিয়াম ডিজাইন ও সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে আকর্ষণীয় দামে। এই সিরিজে রয়েছে দুটি মডেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা , যা ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্প্রতি গ্র্যান্ড লঞ্চ ইভেন্টটি গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী এবং আইটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া, এবং স্যামজোন, টেক ট্যু দ্য পয়েন্ট, প্রযুক্তিসহ দেশের শীর্ষ টেক ইনফ্লুয়েন্সাররা এই জমকালো ও উদ্দীপনাময় উদযাপনকে আরও রঙিন করে তোলেন।

এস২৫ আল্ট্রা-তে রয়েছে ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট থ্রিডি-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ও কর্নিং গরিলা গ্লাস সেভেন আই, যা স্মুথ ও টেকসই অভিজ্ঞতা এক সঙ্গে নিশ্চিত করবে। এ ছাড়াও ডিভাইসটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক। ৬.৯মিমি আল্ট্রা-স্লিম বডি, মেটাল ফ্রেম, এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, যা এটিকে আরও প্রিমিয়াম ও দীর্ঘস্থায়ী করেছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, আরও রয়েছে ২৫৬জিবি স্টোরেজ + ১৬জিবি (৮+৮) এক্সটেন্ডেড র‍্যাম, পাশাপাশি ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। মেইন ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ম্যাক্রো লেন্স এবং ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা চমৎকার ছবি ধারণ করতে সক্ষম। এ ছাড়াও, বিভিন্ন এআই ফিচার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য– এ-আই ওয়ালপেপার, এআই নয়েজ রিডাকশন, এবং আস্ক এআই ফিচার যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

অন্যদিকে, এস২৫-এ রয়েছে সেগমেন্টে ইউনিক সব ফিচার যেমন ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট, এবং ১৮০০-নিট পিক ব্রাইটনেস; যা সেরা ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। পাশাপাশি রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক, আইপি ৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, এবং ৭.৩মিমি স্লিম ডিজাইন। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে পাওয়ারফুল টাইইগার ৬২০ প্রসেসর, পাশাপাশি ১২৮জবি স্টোরেজ + ১২জিবি (৬+৬) এক্সটেন্ডেড র‍্যাম। এ ছাড়াও ভালো ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০MP আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২MP AI সেলফি ক্যামেরা। পাশাপাশি, আইআর রিমোট কন্ট্রোল, এন এফসি, ও ডিটিএস-পাওয়ার্ড সাউন্ড সহ অনেক ফিচার যা ব্যবহারকারীদের স্মার্ট লাইফস্টাইল আরও উন্নত করবে।

এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং ২বছেরর ওএস আপডেট গ্যারান্টি রয়েছে যা ব্যবহারকারীদের জন্য আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।

ইভেন্টে সিয়াম আহমেদ বলেন, ‘আমি নিজেও এস২৫ সিরিজের ফোন ব্যবহার করছি, এবং আমার অভিজ্ঞতা অসাধারণ। আমি বিশ্বাস করি, এস২৫ সিরিজ ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে, যারা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ-লেভেলের ফিচার খুঁজছে এই বর্তমান প্রজন্মের টেক-সচেতন ব্যবহারকারীদের জন্য সত্যিই পারফেক্ট।’

আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘আমরা বাংলাদেশের বাজারে এস২৫ সিরিজ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সেরা মানের প্রযুক্তি ও ইনোভেটিভ পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা। এই সিরিজ আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আমাদের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আইটেল এস২৫ এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে! আইটেল এস২৫-এর দাম ১৩,৯৯০ টাকা এবং আইটেল এস২৫ আল্ট্রা-এর দাম ১৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top