১৮ ফেব্রুয়ারি ২০২৫। বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরের আরএফসিএল সিকে টাওয়ার, গেট-৬, ব্লক-কে’তে ফ্যাশন ব্র্যান্ড ভারগোর ১৩তম আউটলেটের জমকালো গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ফ্যাশন জগতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে, আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্র্যান্ডটি নিয়ে আসছে নতুন ট্রেন্ড ও আধুনিক ডিজাইন। প্রতিটি সিজনে মানসম্মত ও অনন্য ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয় ভারগো। আসন্ন ঈদ উপলক্ষেও থাকছে দারুণ সব কালেকশন, যা স্টাইল ও আরামের মিশেল ঘটাবে।
পুরুষদের জন্য ঈদ কালেকশনে স্টাইলিশ ও আরামদায়ক পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছে ব্র্যান্ডটি। ফ্যাব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে স্প্যানডেক্স, ব্যাম্বো কটন ও জ্যাকার্ড। নকশায় এমব্রয়ডারি, মিরর ওয়ার্ক ও কারচুপির কারুকাজ। এ ছাড়া পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং পায়জামা, রিল্যাক্স প্যান্ট, টুইল প্যান্ট এবং হাই কোয়ালিটি ডেনিম অন্তর্ভুক্ত হয়েছে। আরও রয়েছে ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, স্ট্রাইপ, চেক এবং ফ্লোরাল ডিজাইনের শার্ট, আরামদায়ক টি-শার্ট ও পোলো শার্ট।
নারীদের জন্য ঈদ কালেকশনে ভারগো নিয়ে এসেছে বর্ণিল ও ট্রেন্ডি পোশাকের সম্ভার! ফ্যাব্রিকে কটন, জর্জেট, অরগান্জা, ও সিল্ক। ডিজাইনে এমব্রয়ডারি, কারচুপি, মিরর ওয়ার্ক, সিকোয়েন্স ও হ্যান্ড ওয়ার্ক। ওয়েস্টার্ন কালেকশনে রয়েছে পাফ স্লিভ, গেদারড স্লিভ, লেগ অফ মাটন স্লিভ ডিজাইনের টপস ও টিউনিক।
শিশুদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, টিউনিক, টপস ও ফ্রকের দারুণ কালেকশন। মা-মেয়ের ম্যাচিং সালোয়ার-কামিজ ও কুর্তি কম্বো পেয়েছে স্থান।
এই ঈদে ট্রেন্ডি ও আরামদায়ক পোশাকের জন্য চলে আসুন ভারগোতে। ই-কমার্স সাইট: https://virgobd.com। ফেসবুক পেজ: www.facebook.com/virgoretail।
- ক্যানভাস অনলাইন
ছবি: ভারগো’র সৌজন্যে