skip to Main Content
ঈদ আয়োজন নিয়ে তৈরি সেইলর

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঈদের আনন্দ নারী, পুরুষ ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এথনিক সেরিন, ফেস্টিভ স্পটলাইট ও স্মার্টওয়ার কালেকশন নিয়ে এসেছে সেইলর। ঈদের এথনিক সেরিন কালেকশনে এসেছে পুরুষের পাঞ্জাবি, কাবলি, পাঞ্জাবি স্যুট। নারীদের জন্য এসেছে সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি কালেকশন।

সমসাময়িক আবহাওয়াকে প্রাধান্য দিয়ে আরামের জন্য পুরুষদের পাঞ্জাবিতে সুনিপুণ ডিজাইনের প্রিমিয়াম জ্যাকার্ড, লুম জ্যাকার্ড,  গ্রিড লাক্সারিয়াস, গ্রেস মোডাল, ব্লেন্ড ব্লিস, ব্রিজ কটন লিনেন এর মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক বেছে নেওয়া হয়েছে। নারীদের পোশাকেও ব্লেন্ডেড গ্লো, শিফন, লাক্সারিয়াস কটন সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর।

বৈচিত্র্যময় রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে ট্রেন্ডি সকল মোটিফে ঈদের কালেকশন সাজিয়েছে তারা।

পার্টি ও আড্ডায় উপস্থিতির জন্য উপযোগী আভিজাত্যপূর্ণ পোশাকের সমারোহ আছে সেইলর ঈদ ফেস্টিভ স্পটলাইট কালেকশনে। এর মধ্যে পুরুষদের পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভেরিয়েশনের কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট , নারীদের জন্য গাউন, কুর্তি স্যুট, সালোয়ার স্যুট সহ বিভিন্ন প্যাটার্নের লাক্সারিয়াস পার্টিওয়্যার উল্লেখযোগ্য।

পরিবারের সব সদস্যের জন্য সেইলরে প্রতিবারের মতো থাকছে ফ্যামিলি কালেকশন, কাপল কালেকশন, বাবা-ছেলে কালেকশন এবং মা- মেয়ে কালেকশন।

সেইলর ঈদ স্মার্ট ওয়্যারে ছেলেদের স্লিম/লুস ফিট ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিম সহ নানান রমকের প্যান্ট এবং মেয়েদের টপস, কুর্তি, কাফতান ইত্যাদি পাওয়া যাবে।

ব্র্যান্ডটির ঈদের সকল কালেকশন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সেইলরের সকল আউটলেট ও অনলাইনে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সেইলর-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top