এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উত্তরার রসনা ও বিনোদনপ্রেমীদের জন্য এক নতুন চমক নিয়ে উপস্থিত শেফ’স অ্যাভেনিউ। আধুনিক ও প্রাণবন্ত এই ফুড কোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে । উত্তরার সেক্টর ৭ – এর অন্যতম আইকনিক স্থাপনা মাসকট প্লাজার ৯ম তলায় উপস্থিত এই কালিনারি হাবে সমাহার ঘটছে বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের সঙ্গে আকর্ষণীয় বিনোদনের নানা আয়োজন।
সবার জন্য স্বাদের এক নতুন ঠিকানা
শেফ’স অ্যাভেনিউ সাজানো হয়েছে এমনভাবে, যেখানে পরিবার–পরিজন, বন্ধু-বান্ধব এবং রসনাবিলাসী উপভোগ করতে পারবেন বৈচিত্রময় স্বাদের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার। পাশাপাশি সবাইকে নিয়ে আন্তরিক ও আরামদায়ক পরিবেশে আনন্দময় সময় কাটাতে পারেন। এখানে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক স্বাদের সংমিশ্রণ। যেমনঃ
গ্লেজড
মিষ্টিপ্রেমীদের জিবে জল আনবে ফ্রেশ ডোনাটের অসাধারণ কালেকশন, নানা ফ্লেভার ও টপিংস সহ।
লাহোরি নিহারি ঢাকা
মৃদু আঁচে রান্না করা মুখরোচক পাকিস্তানি নিহারি ও সুস্বাদু কাবাব আপনাকে পরিচয় করাবে লাহোরের আসল স্বাদের ।
জ্যাবস অ্যান্ড শ্যাবস কিচেন
বৈশ্বিক ফিউশন ফ্লেভার মিলবে এখানে। কন্টিনেন্টাল খাবারের পাশাপাশি অন্যান্য স্বাদের উপস্থিতি উপভোগ করা যাবে।
কেএফডি এক্সপ্রেস
এটাকে বলতেই হবে ডাম্পলিংপ্রেমীদের স্বর্গ। এখানে আছে নানান ধরনের হাতে তৈরি চাইনিজ ডাম্পলিং। সঙ্গে উপরি পাওনা হবে ক্লাসিক চাইনিজ খাবার।
কোরা ফ্রাই
কোরিয়ান স্ট্রিট ফুড প্রেমীদের জন্য বিশেষ এই জয়েন্ট। এখানে মিলবে ক্রিসপি ফ্রায়েড আইটেম – এর সঙ্গে আসল কোরিয়ান স্বাদ।
চার্ড
প্রিমিয়াম কন্টিনেন্টাল খাবার, যেমন সুস্বাদু স্প্যাগেটি, গ্রিলড চিকেন ও গোর্মে ডেলিকেসিতে মুগ্ধ না হয়ে পারা যাবে না।
মাশালা মান্ত্রা
বাংলাদেশের খাবারের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটানো হচ্ছে এখানে। কবজি ডুবিয়ে উপভোগ করা যাবে নানা স্বাদের ভর্তা, শুটকি, গরুর মাংস, হাঁসের মাংস ও লইট্টা মাছের সব পদ।
বার্গার ব্যাশ
অনন্য স্বাদের সতেজ উপকরণে হাতে তৈরি জুসি ফ্রেশ বার্গার ও লোডেড স্যান্ডউইচ আপনার স্বাদকোরক মাতাবে।
খাবারের পাশাপাশি পাওয়া যাবে বিনোদনের অনন্য অভিজ্ঞতা
কেবল দারুণ খাবারই নয়, শেফ’স অ্যাভিনিউ নিয়ে এসেছে নতুন ধরনের বিনোদন ব্যবস্থা; যেখানে মেতে উঠতে পারবে ছোট-বড় সবাই।
ক্লে স্টেশন ঢাকা
অতিথিরা নিজে হাতে মাটি দিয়ে যে কোন জিনিষ বানিয়ে নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারবেন। উপভোগ করতে পারবেন দারুণ সময়।
ভিআর মেশিন
আধুনিক স্টেট অব দ্য আর্ট ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা মিলবে। হাইস্পিড রেসিংয়ের রোমাঞ্চ থেকে কল্পনার রাজ্য ঘুরে দেখার সুযোগ রয়েছে এই এখানে।
কিডস প্লে জোন – শিশুদের জন্য রঙিন ও আনন্দদায়ক স্থান, যেখানে রয়েছে ইন্টার্যাক্টিভ গেমস, খেলার স্ট্রাকচার ও মজার সব অ্যাক্টিভিটি।
রসনার আনন্দে পূর্ণ সূচনা অনুষ্ঠান
সূচনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেফ’স অ্যাভেনিউ-এর চেয়ারম্যান জারিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জামিরুল চৌধুরী, পরিচালক জাইমুল চৌধুরী, ক্যাপ্টেন জহিরুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী নুসরাত করিম তনিমা। এছাড়া, আমন্ত্রিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, সাংবাদিক, জনপ্রিয় ফুড ব্লগার ও সেলিব্রিটিরা। তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানের আবহে যোগ করেছে অন্রতর মাত্রা।
“আমাদের লক্ষ্য এমন একটি গন্তব্য তৈরি করা, যেখানে মানুষ সুস্বাদু খাবার উপভোগ করতে পারবে, স্বস্তিতে সময় কাটাতে পারবে এবং আপনজনদের সঙ্গে দারুণ মুহূর্ত উপভোগ তৈরি করতে পারবে,” আশাবাদ ব্যক্ত করেন শেফ’স অ্যাভেনিউ–এর চেয়ারম্যান জারিন চৌধুরী।
অন্যদিকে করেন শেফ’স অ্যাভেনিউ–এর প্রধান নির্বাহী নুসরাত করিম তনিমা মনে করেন, “আমরা এমন সব ফুড ভেন্ডর বাছাই করেছি, যারা গুণগতমানের খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে অতিথিদের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকে,”
ফেসবুক পেজ: https://facebook.com/ChefsAvenue