পবিত্র রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে পরিবার-পরিজনের সঙ্গে সুস্বাদু ইফতার ভাগ করে নেওয়ার অনুভূতি সত্যিই অন্য রকম। তাই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আপনাদের জন্য নিয়ে এসেছে বর্ণিল ইফতার আয়োজন। এর জনপ্রিয় গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে রুচির ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে তৈরি হয়েছে বিশেষ ইফতার মেনু, ইফতার + ব্যুফে ডিনার; যেখানে থাকছে দেশি-বিদেশি সুস্বাদু খাবারের সমারোহ, ৬৬৬৬ টাকায়। আছে প্রতিটি পদে স্বাদ, সৌন্দর্য এবং ঐতিহ্যের এক অভূতপূর্ব সম্মিলন। সঙ্গে সিলেক্টেড কার্ড, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ফ্যান অব ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বাররা উপভোগ করতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অতিথিরা শহরের সুসজ্জিত ও সবুজে ঘেরা রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ রমজান প্ল্যাটার; যেখানে থাকছে মাংস, সি-ফুড এবং সাইড ডিশের অসাধারণ সংমিশ্রণ। সঙ্গে অতিথিদের জন্য থাকছে বিশেষ অফার– সিলেক্টেড কার্ডে ২০% ডিসকাউন্ট। এই রমজানে ঢাকা রিজেন্সিতে খাবারপ্রেমীদের জন্য আরও থাকছে খোলা আকাশের নিচে কাপল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করার সুযোগ।
রমজানের শান্ত পরিবেশে নিজের জন্য একটু প্রশান্তির খোঁজে ঢাকা রিজেন্সির অতিথিরা পাচ্ছেন স্পেশাল মুল্যে রুম প্যাকেজ । স্বাচ্ছন্দ্য আর সুস্বাদু ইফতার ও সেহেরি– ঢাকা রিজেন্সির এই রুম প্যাকেজে রয়েছে সবকিছুই, যা আপনার রমজান মাসকে আরও স্মরণীয় করে তুলবে।
এছাড়াও ঢাকা রিজেন্সি আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ যার মূল্য শুরু হয়েছে ১৬০০ টাকা থেকে; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, করপোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস , ঈদ উপহারসহ আরও নানা চমক। সঙ্গে সিগনেচার মেনু হিসেবে ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।
আরও বিস্তারিত জানতে ফোনকল করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে; অথবা ভিজিট করুন: https://www.facebook.com/share/19xdyEQfxy।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে