বিশ্বখ্যাত ফ্যাশন কোম্পানি লুই ভিতোঁর প্রখ্যাত মেনসওয়ার ডিজাইনার এবং ফ্যাশন লেবেল অফ-হোয়াইটের প্রতিষ্ঠাতা ও সিইও ভার্জিল আবলো আর নেই। ক্যানসার আক্রান্ত এই আমেরিকান ডিজাইনার গত রোববার (২৮ নভেম্বর ২০২১) ৪১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই শোক সংবাদ নিশ্চিত করা হয়েছে।
ওই পোস্টে জানানো হয়, মৃত্যুকালে তিনি স্ত্রী শ্যানন আবলো, সন্তান লো আবলো ও গ্রে আবলো, বোন এডউইনা আবলো, বাবা-মা নি ও ইউনিচ আবলো-সহ অসংখ্য বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন; খবর সিএনএনের।
জানা যায়, গত ২ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ভার্জিল।
তার জন্ম ১৯৮০ সালে, যুক্তরাষ্ট্রের রকফোর্ডে। ইউনিভার্সিটি অব উইসকনসিস ম্যাডিসন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়ে ইলিনয় ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে আর্কিটেকচারে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি।
দীর্ঘকাল কেনি ওয়েস্টের সঙ্গে কাজ করেছেন ভার্জিল। ২০১২ সালে তিনি স্ট্রিটওয়ার লেবেল ‘অফ-হোয়াইট’ প্রতিষ্ঠা করেন। এর ৬ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে নিয়োগ পান ‘লুই ভিতোঁ’র আর্টিস্টিক ডিরেক্টর পদে।