skip to Main Content
অনলাইন কেনাকাটায় ই-কমার্স ‘ফেয়ারমার্ট’

৫০ হাজার কাস্টমার ই-কমার্স প্ল্যাটফর্ম ফেয়ারমার্ট-এ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘ফেয়ারমার্ট’ ই-কমার্স প্ল্যাটফর্ম (fairmart.com.bd) ফেয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ফেয়ার গ্রুপ বাংলাদেশে স্যামসাং মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক্স পণ্যের পরিবেশক ও উৎপাদক। হুন্দাই, অলিটালিয়া, টং গার্ডেন, সিক্রেট রেসিপি ইত্যাদি ব্র্যান্ডের পরিবেশকও ফেয়ার গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান।

সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি সম্মেলন হয়ে গিয়েছে। শুভেচ্ছা বক্তব্য ও বিভিন্ন দিক নির্দেশনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সময় আলোচনা করেছেন সংশ্লিষ্টরা। ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসিম দায়ান, ফেয়ার গ্রুপ হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর, ফেয়ারমার্ট বিজনেস হেড মো. আতাউল হক, ফেয়ার গ্রুপ আই টি, ডি.জি.এম মো. জহিরুল ইসলাম, ফেয়ারমার্ট মার্কেটিং ডেপুটি ম্যানেজার, জাহিদুল ইসলাম আয়াজসহ অন্যান্যরা তাতে উপস্থিত ছিলেন।

ফেয়ার গ্রুপের এর ডিরেক্টর মুতাসিম দাইয়ান বলেন, ‘বাংলাদেশে ই-কমার্স ব্যবসার ভবিষ্যৎ এবং সম্প্রসারণের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে প্র্রিমিয়াম সকল ব্র্যান্ডের পণ্য সঠিক সময়ে গ্রাহকের কাছে ফ্রি ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে ফেয়ারমার্ট আস্থা অর্জন করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে আমার কাজ করছি। ভবিষ্যৎ ই-কমার্স খাতে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।’

ফেয়ারমার্ট বিজনেস হেড মো. আতাউল হক বলেন, ‘ফেয়ারমার্ট প্ল্যাটফর্ম-এ ৮০০০ হাজারের অধিক অর্ডার শহর ও গ্রাম পর্যায়ে ইতিমধ্যে ডেলিভারি দেওয়া হয়েছে, যা কাস্টমারদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও একধাপ এগিয়ে দেবে বলে আমার আশাবাদী। ফেয়ারমার্ট ই-কমার্স সরকারের সকল নীতিমালা মেনে কাজ করেছে। ফেয়ারমার্টের সহজ রিটার্ন পদ্ধতি গ্রাহকদের আস্থার অর্জনের সহায়তা করেছে। আমরা গ্রাহকদের ব্র্যান্ডের অরিজিনাল পণ্য সরবরাহে সচেষ্ট।’

প্রতিষ্ঠানটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ফেয়ারমার্ট-এ সারা মাসে স্যামসাং স্মার্টফোন, হোম এপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল, মোটরসাইকেল, বিভিন্ন এক্সেসরিজ ও গ্রোসারিসহ অন্যান্য ক‍্যাটাগরির পণ‍্য দ্রুত ডেলিভারি সাথে ডিসকাউন্ট সহ মিলবে ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ ইএমআই ক্যাশব্যাক অফার। অর্ডারকৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য রয়েছে সকল পেমেন্ট অপশন। আছে বিকাশ, নগদ, ভিসা, মাস্টার কিংবা অ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিটসহ নগদে মূল্য পরিশোধের সুবিধা।

হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর বলেন, ‘ফেয়ারমার্ট অ্যাপ দিয়ে কাস্টমাররা খুব সহজে ও দ্রত অর্ডার করতে পারবেন। রেজিস্ট্রেশনের করলেই ওয়েলকাম কুপন ও কাস্টমার রেফারেল ক্যাম্পেইনও রয়েছে। ফায়ার আওয়ার, ফেয়ার গ্রোসারি, স্মার্টফোন, এক্সেসরিজ সহ অন্যান্য ক্যাম্পেইন চলমান।কাস্টমারদের রেফারেন্স ও বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

ফেয়ারমার্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে ( http://www.fairmart.com.bd ) এই লিঙ্কে। প্রতিষ্ঠানটির হট লাইন ৯৬১৩৫০৫০৯০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top