শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ইতালির রোমের পালাজ্জো দেল কিরিনালে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক গ্রহণ করেছেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনন্য অবদান রাখায় তাকে ‘নাইট গ্র্যান্ড ক্রস’ পদকে ভূষিত করা হয়।
৮৭ বছর বয়সী এই ফ্যাশন কিংবদন্তির হাতে পুরস্কার তুলে দেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা; খবর ভোগ ইউএসএ’র।
‘এ সম্মান আমার কাছে বিশেষ অর্থবহ। কেননা, এটি আমাদের প্রেসিডেন্টের তরফ থেকে এসেছে, যিনি এ দেশের রাষ্ট্রপ্রধানই শুধু নন, বরং যার মর্যাদাবোধ, উদারতা ও মহানুভবতা সকল প্রশ্নের উর্ধ্বে,’ বলেন আরমানি।
১৯৩৪ সালে ইতালিতে জন্ম নেওয়া আরমানি ব্যক্তিজীবন ও ব্যবসায়িক অংশীদার, অর্কিটেক্ট সার্জিও গালেওত্তির সঙ্গে ১৯৭৫ সালে নিজের প্রথম কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৯০-এর দশকে বিলাসবহুল ফ্যাশনে আধিপত্য বিস্তার করে তার ডিজাইন।