ঈদুল আজহার পবিত্র উৎসবকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ‘ঈদ রিট্রিট অ্যাট ঢাকা রিজেন্সি’ শিরোনামে আয়োজন করেছে এক জমকালো উৎসব; তাতে মিশে আছে স্বাদের বাহার, বিলাসিতার ছোঁয়া এবং প্রশান্তির পরশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা রিজেন্সির মাস্টার শেফ পরিবেশন করছেন এক রাজকীয় বুফে ডিনার; থাকছে ঐতিহ্যবাহী ঈদের প্রিয় খাবার ও আন্তর্জাতিক স্বাদের বৈচিত্র্য।

ঈদ মানেই পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ, আর খাবার সেই আনন্দের সবচেয়ে বড় অংশ। তাই ঢাকা রিজেন্সি অফার করছে পরিবার ও প্রিয়জনের জন্য ডাইন থ্রি, ৮৩৩৩ টাকায়; যেটা সবার জন্য উন্মুক্ত। ৫৫৫৫ টাকা মূল্যে সিলেক্টেড ব্যাংক কার্ড হোল্ডার, ফ্যান অব ঢাকা রিজেন্সি সদস্য ও ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। এ ছাড়াও ব্যুফে ডিনারে ৪০% ডিসকাউন্ট থাকছে সিলেক্টেড কিছু পার্টনারের সঙ্গে।
লাক্সারিয়াস রুম প্যাকেজে ঈদের ছুটি কাটুক আরও আনন্দময় । ঢাকা রিজেন্সির ঈদ স্পেশাল রুম প্যাকেজে থাকছে ফ্রি ব্যুফে ব্রেকফাস্ট, ওয়েলনেস ফ্যাসিলিটিজ, স্পা ও বিভিন্ন আউটলেটে বিশেষ ছাড়– সব মিলিয়ে পরিবারসহ আনন্দময় স্মৃতির প্রতিচ্ছবি, ১০ হাজার ৫৫৫ টাকা মূল্যে। উৎসবের ভিড়ে নিজেকে দিন প্রশান্তির ছোঁয়া। ঈদ-এক্সক্লুসিভ স্পা প্যাকেজে থাকছে রিচার্জিং থেরাপি ও ২৫% এক্সক্লুসিভ ডিসকাউন্ট যা ফিরিয়ে দেবে আপনার ভেতরের শান্তি ও সৌন্দর্যের দীপ্তি। ফিটনেস যাত্রা শুরু হোক ঈদের এই উৎসবমুখর সময়ে। জিম মেম্বারশিপেও থাকছে আকর্ষণীয় ৪০% ছাড়।

হাতে এক কাপ কফি কিংবা ঠান্ডা মকটেল, ঢাকা রিজেন্সির লাউঞ্জগুলো হবে আপনার ঈদে রিল্যাক্সের ঠিকানা। কমফি লাউঞ্জে থাকছে ২০% ডিসকাউন্ট, পিৎজায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং আরও অনেক আকর্ষণীয় অফার।
আরও বিস্তারিত জানতে কল করুন: +৮৮০ ১৭১৩৩৩২৬৬১ নম্বরে; অথবা ভিজিট করুন: https://www.facebook.com/share/16UadgRBxg।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

