skip to Main Content
রিজেন্সির ক্রিসমাস

এই শীতের উৎসবের মৌসুমে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন বড়দিন এবং নববর্ষের আনন্দঘন মুহূর্ত। প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে হোটেলটি। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। এ ছাড়া শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টির আয়োজন তো থাকছেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন; সঙ্গে ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার ,ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।

এ ছাড়াও ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের জন্য স্পেশাল অফার হিসেবে থাকছে ‘ডাইন ফোর অ্যাট প্রাইস অব ওয়ান’, ৯৯৯৯ টাকায়। সঙ্গে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।

ক্রিসমাস ইভে থাকছে রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে বারবিকিউ ডিনারের সঙ্গে হিপ-হপ লাইভ মিউজিকের জমজমাট আয়োজন। সেখানেও স্পেশাল অফারে থাকছে চারজনের জন্য ৯৯৯৯ টাকায় মজার সব প্ল্যাটার!

ছোটদের জন্য থাকছে বড়দিনের এক্সক্লুসিভ কিডস পার্টি। সুন্দরভাবে সাজানো কিডস কর্নার, সান্তা ক্লজের উপস্থিতি, টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা, উপহার বিতরণ এবং আকর্ষণীয় ম্যাজিক শো। ২৫ ডিসেম্বর ঢাকা রিজেন্সির সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন এবং ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হল– দুই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে; সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত। শিশুদের এ আয়োজনে থাকবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের গান ও জাদু।

বিস্তারিত জানতে ফোনকল করুন 01713332661 নম্বরে অথবা ভিজিট করুন, https://www.facebook.com/share/EcPcx57o8KsfSd24

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top