skip to Main Content
কম্পাস হসপিট্যালিটি-হাকিল ট্যুরস যৌথ উদ্যোগে ‘গোল্ডেন হলিডেজ’

শীর্ষস্থানীয় চার-তারকা হোটেল কম্পাস হসপিট্যালিটি লিমিটেড (গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা) গেল সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করেছে। এই সহযোগিতার মাধ্যমে হোটেলের মধ্যে একটি অনন্য ট্রাভেল ব্র্যান্ড ‘গোল্ডেন হলিডেজ’ চালু করা হবে, যা অতিথিদের জন্য বিভিন্ন আকর্ষণীয় দর্শনীয় স্থান এবং ভ্রমণ পরিষেবা দেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গোল্ডেন হলিডেজ অতিথিদের জন্য সিটি ট্যুর, দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিটিং, কাস্টমাইজড হলিডে প্যাকেজ, হজ ও ওমরা সেবা, ভিসা সহায়তা, লিমোজিন সেবাসহ বিভিন্ন ভ্রমণ প্যাকেজের সুবিধা প্রদান করবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো অতিথিদের স্বাচ্ছন্দ্যে ঢাকা ও বাংলাদেশের অন্যান্য আকর্ষণীয় গন্তব্যস্থল ঘুরে দেখার সুযোগ করে দেওয়া এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা।

অতিথিদের জন্য গোল্ডেন হলিডেজ যেসব কার্যক্রমের ব্যবস্থা করেছে, তার মধ্যে রয়েছ ঢাকার ঐতিহ্য ও স্পন্দন অন্বেষণ, পানাম সিটি, লালবাগ কেল্লা, বুড়িগঙ্গা নদীপাড়, নতুন ঢাকা অভিজ্ঞতা, বাংলাদেশের আইকনিক গন্তব্যস্থলে কাস্টমাইজড ভ্রমণ, সুন্দরবন, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, কক্সবাজার, সিলেটের চা বাগান, মহাস্থানগড়, পাহাড়পুর বিহার, বিক্রমপুরের বৈদিক সংস্কৃতি, যুদ্ধ স্মৃতিস্তম্ভ, কুমিল্লা প্রভৃতি স্থানে ভ্রমণের ব্যবস্থা।

অসামান্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিতকরণে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা অতিথিদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ডিজাইন করা ভ্রমণ পরিকল্পনা নির্ধারণ, বিশেষজ্ঞ গাইড, আরামদায়ক পরিবহন এবং এক্সক্লুসিভ সেবার ব্যবস্থা রেখেছে।

কম্পাস হসপিট্যালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালেদ উর রহমান বলেন, ‘গোল্ডেন হলিডেজ চালু করতে হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অসাধারণ আতিথেয়তার প্রতিশ্রুতির সঙ্গে হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দক্ষতাকে একত্রিত করে অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করতে পারব। আমাদের লক্ষ্য হলো গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকাকে ঢাকা ও তার বাইরের স্থানগুলো অন্বেষণের চূড়ান্ত গেটওয়ে হিসাবে প্রতিষ্ঠা করা।’

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top