skip to Main Content
লা রিভের গ্র্যান্ড নিউ স্টোর

রোববার (২২ ডিসেম্বর ২০২৪) আনন্দঘন পরিবেশে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল ৫, ব্লক এ-তে উদ্বোধন হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভের নতুন গ্র্যান্ড স্টোর। ব্র্যান্ডটির সিইও, মার্কেটিং সেলস ও অন্যান্য বিভাগীয় প্রধান, কর্মকর্তা, ডিজাইনার, লয়াল কাস্টমার, শুভানুধ্যায়ী ও মিডিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের অংশগ্রহণে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘অনেকদিন ধরেই আমাদের প্রিয় কাস্টমাররা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আরও বড় পরিসরে নতুন একটি স্টোর শুরু করার জন্য অনুরোধ করছিলেন। তাদের অনুরোধ রাখতেই নতুন এই গ্র্যান্ড স্টোর যাত্রা শুরু করল।’

‘কাস্টমারের সঙ্গে লা রিভের যে শ্রদ্ধাপূর্ণ বন্ধন, আস্থা ও ভালোবাসার সম্পর্ক, তা আরও মজবুত হলো এই স্টোরের মাধ্যমে। বিজয়ের মাসে এমন একটি মাইলস্টোন অর্জন করতে পেরে আমরা আপ্লুত। তাই গ্র্যান্ড স্টোর ওপেনিং উপলক্ষ্যে ২২-২৩ ডিসেম্বর, দুদিন আমরা সারপ্রাইজ ৩০% সেভিংস অফার ঘোষণা করছি। আমাদের আরেকটি স্টোর আছে লেভেল ২-এ। সেখানেও এই অফার চলবে,’ যোগ করেন তিনি।

লা রিভের নতুন কালেকশন সম্পর্কে মন্নুজান নার্গিস বলেন, ‘উইন্টার আমাদের সবচেয়ে দীর্ঘ ফ্যাশন-সিজনগুলোর একটি। এই উইন্টার কালেকশনের নাম ক্যাওস। এর মাধ্যমে আমরা পরিবর্তনের সঙ্গে ইতিবাচকতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এই স্টোরে উইন্টারের সবচেয়ে ট্রেন্ডি স্টাইলগুলো আনা হয়েছে। একই সঙ্গে, নারী-পুরুষ-শিশু-টিনসহ লাইফস্টাইলের সকল উপকরণ দিয়ে নতুন স্টোরটি সমৃদ্ধ করেছি আমরা। সঙ্গে হাউস এক্সক্লুসিভ নার্গিসাস বাই লা রিভের দারুণ স্টাইলগুলোও ডিসপ্লে করা হয়েছে। আমি সবাইকে বসুন্ধরার নতুন গ্র্যান্ড স্টোরে এসে লা রিভের ইউনিক ডিজাইন এবং উইন্টারের সম্পূর্ণ নতুন কালেকশন উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

গ্র্যান্ড স্টোর উদ্বোধনের পাশাপাশি লা রিভে চলছে বিজয়ের মাস উদযাপনের উৎসব। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্র্যান্ডটি দিচ্ছে ১৬৫৩ টাকা শপিংয়ে ৫৩০ টাকা গিফট ভাউচার পাওয়ার সুযোগ। বিজয়ের মাসের এই অফার উপভোগ করা যাবে সব স্টোর ও www.lerevecraze.com এ।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: লা রিভ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top