skip to Main Content
এলো টেকনো মেগাবুক টি১ ১৫.৬

এআই-প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড টেকনো দেশে তাদের সবচেয়ে শক্তিশালী আল্ট্রাবুক মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেনারেশন ইনটেল) উন্মোচন করেছে। স্মার্ট এই ডিভাইসকে পারফরম্যান্স পাওয়ারহাউস হিসেবে ডিজাইন করা হয়েছে। এতে এমন ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন নিয়ে আসা হয়েছে, যা সাধারণত উচ্চমূল্যের ল্যাপটপে পাওয়া যায়। ফলে পেশাজীবী, তরুণ ও ডিজিটাল নোম্যাডদের জন্য উন্নত পারফরম্যান্স এখন আরও সহজলভ্য হয়ে উঠেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, মেগাবুক টি১-এর অনন্য বৈশিষ্ট্য হলো এর নিখুঁত পারফরম্যান্স ইঞ্জিন। এতে ১৩তম জেনারেশন ইনটেল কোর আই৯-১৩৯০০এইচকে প্রসেসর (৫.৪ গিগাহার্জ পর্যন্ত) এবং ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা ডেস্কটপ-ক্লাস পারফরম্যান্স নিশ্চিত করে এবং মাল্টিটাস্কিং, ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো, ও ডিমান্ডিং অ্যাপগুলো খুব সহজেই পরিচালনা করতে পারে। ১টিবি এসএসডি স্টোরেজের সঙ্গে ৩২জিবি এলপিডিডিআর৪ র‍্যাম যুক্ত হয়ে নিশ্চিত করে দ্রুত গতি ও স্মুথ পারফরমেন্স।

মেগাবুক টি১ ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। চমৎকার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে পোর্টেবিলিটির সমন্বয়ের কারণে এটি আন্তর্জাতিক পর্যায়ে দুটি বড় পুরস্কার জিতে নিয়েছে– রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ এবং বেস্ট অব আইফা ২০২৩।

১৪.৮ মিলিমিটার পাতলা এবং ১.৫৬ কেজি হালকা ওজনের ডিভাইসটিতে ৭০ ওয়াট পার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সাড়ে ১৭ ঘণ্টা পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব। পাশাপাশি প্রিমিয়াম ন্যানো অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং স্টারট্রেইলস ফ্যান্টম নান্দনিকতার সঙ্গে আকর্ষণীয় ভিজ্যুয়াল ও স্থায়িত্ব প্রদান করে।

এর ১৪ ইঞ্চি এফএইচডি ডিসপ্লেতে (১৯২০×১০৮০, ১৬:৯) ৩০০ নিটস ব্রাইটনেস এবং শতভাগ এসআরজিবি কালার গ্যামাট ব্যবহার করা হয়েছে যা টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশন অর্জন করেছে, যা ব্যবহারকারীদের পেশাদার মানের ভিজ্যুয়াল নিশ্চিত করে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করতে এতে এলইডি ব্যাকলিট কীবোর্ড ব্যবহার করা হয়েছে, যেখানে ৪ স্তরের ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট রয়েছে, একটি ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এআই নয়েজ রিডাকশন অ্যালগরিদম এবং টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম ডুয়েল মাইক্রোফোনসহ পেশাদার মানের অডিও রয়েছে এই ডিভাইসে।

পারফরম্যান্সের পাশাপাশি, বিভিন্ন কানেক্টিভিটি অপশন সহ দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে ডুয়েল টাইপ-সি পোর্ট (১০ জিবিপিএস, ডেটা, চার্জিং, ডিসপ্লে), এইচডিএমএল ১.৪, ইউএসবি ৩.২ জেন ২ (১০ জিবিপিএস), দুইটি ইউএসবি ৩.২ জেন ১ (৫ জিবিপিএস), ইউএসবি ২.০, আরজে ৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, রিসেট সুইচ এবং কেঞ্জিংটন লক ব্যবহার করা হয়েছে। এতে পোর্টেবিলিটির পাশাপাশি, দ্রুত চার্জিং নিশ্চিত করতে ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার নিয়ে আসা হয়েছে।

টেকনো মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেন ইনটেল)-এর মূল্য ৮৯,৯০০ টাকা। পারফরম্যান্স, পোর্টেবিলিটি ও স্টাইলের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে এটি। প্রিমিয়াম ল্যাপটপটি টেকনোর সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন: www.tecno-mobile.com/bd

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ এবং টেকনো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top