skip to Main Content
ভার্নিকা: ব্লুচিজ পূজা কালেকশন

দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ নিয়ে এসেছে তাদের বিশেষ সিগনেচার ফেস্টিভ কালেকশন, ‘ভার্নিকা’ পূজা কালেকশন ২০২৫। নতুন কালেকশনটি ডিজাইন করা হয়েছে এমনভাবে, যেখানে পূজার ঐতিহ্য আর সমসাময়িক ফ্যাশনের এক নিখুঁত মেলবন্ধন ঘটেছে। আরামদায়ক ফ্যাব্রিক, সূক্ষ্ম কারুকাজ এবং মার্জিত কাটের মাধ্যমে প্রতিটি পোশাক তৈরি করা হয়েছে, যাতে পূজার প্রতিটি মুহূর্তে আপনি থাকেন আত্মবিশ্বাসী ও স্টাইলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, এই কালেকশনের মূল আকর্ষণ এর বৈচিত্র্য ও আরাম। নারীদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পোশাকের সম্ভার, যা পূজার ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের জন্য দারুণ উপযোগী। পূজার দিনের জমকালো অনুষ্ঠানের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ফেস্টিভ থ্রি-পিস, যেখানে আছে সূক্ষ্ম নকশা এবং আরামদায়ক ফ্যাব্রিকের ব্যবহার। এই পোশাকগুলো আপনাকে দেবে এক দারুণ আভিজাত্যের ছোঁয়া। যারা ফ্যাশনের সঙ্গে স্বাচ্ছন্দ্যকে সমান গুরুত্ব দেন, তাদের জন্য আছে ট্রেন্ডি কর্ড সেট, যা পূজার কেনাকাটা বা ঘোরাফেরার জন্য একদম পারফেক্ট। এ ছাড়াও, দৈনন্দিন ঘোরাঘুরি কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য ব্লুচিজ নিয়ে এসেছে আধুনিক ডিজাইনের কুর্তি ও টপস, যা স্টাইলিশ হওয়ার পাশাপাশি ভীষণ আরামদায়ক।

পুরুষদের জন্যও ব্লুচিজ নিয়ে এসেছে বিশেষ কিছু পোশাক। তাদের ‘ব্ল্যাক ক্যাটাগরির’ আওতায় এসেছে প্রিমিয়াম লাক্সারি পাঞ্জাবি। এগুলোতে ব্যবহার করা হয়েছে আধুনিক কাট এবং মার্জিত স্টাইল, যা যেকোনো পুরুষকে উৎসবের দিনে এনে দেবে আকর্ষণীয় ও ভিন্নধর্মী লুক। প্রতিটি পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের ফ্যাব্রিক ও কারুকাজ, যা স্টাইলিশ হওয়ার পাশাপাশি দীর্ঘস্থায়ীও।

ব্লুচিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ফ্যাশন ও আরামের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখতে। আমাদের ভার্নিকা কালেকশনটি পূজার আনন্দ, ঐতিহ্য ও আধুনিকতার এক দারুণ প্রতিচ্ছবি। আমরা আশা করি, এই কালেকশন আমাদের গ্রাহকদের পূজার সাজে নতুন মাত্রা যোগ করবে।’

এই পূজায় নিজেকে আরও আকর্ষণীয় ও ফ্যাশনেবল করে তুলতে এবং আরামের সঙ্গে স্টাইলের নিখুঁত সমন্বয় পেতে ভিজিট করতে পারেন ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেট বনানী এবং অন্যান্য আউটলেট যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রাম, খুলনা ও টাঙ্গাইলে। আউটলেট লোকেশন: https://blucheez.fashion/pages/blucheez-outlets এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম: https://blucheez.fashion

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top