skip to Main Content
স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন

স্যামসাং সম্প্রতি সুপারফাস্ট কানেক্টিভিটি ও শক্তিশালী পারফরমেন্সের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৬ উন্মোচন করেছে। দেশের বাজারে আকর্ষণীয় গোল্ড, লাইট ব্লু ও ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্যালাক্সি এ০৬-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার ফলে ছবি হবে আরও ডিটেইলড ও ঝকঝকে। স্মার্টফোনটির ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ছবিকে করবে আরও স্পষ্ট; এর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোলা যাবে দুর্দান্ত সেলফি এবং স্বাচ্ছন্দ্যে করা যাবে হাই-কোয়ালিটি ভিডিওকল।

স্টাইলিশ ও স্লিম ডিজাইনের এই ডিভাইসের ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০.৯; যে কারণে ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। এই ফোনে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি; সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং।

শক্তিশালী পারফরমেন্সের জন্য গ্যালাক্সি এ০৬ -এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, স্ট্রিমিং ও গেমিংকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাচ্ছে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি রম, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম। থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা।

ক্রেতারা ডিভাইসটির সঙ্গে পাবেন চার বছরের সিকিউরিটি আপডেট এবং দ্বিতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট।

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইএএল৫+ সার্টিফায়েড নক্স ভল্ট, যা এ প্রাইস রেঞ্জের ফোনে এক দুর্দান্ত সংযোজন। ইএএল৫+ নিশ্চিত করবে উচ্চমানের সুরক্ষা। হার্ডওয়্যারসহ নিরাপত্তা লঙ্ঘন সংশ্লিষ্ট বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টফোনটি পরীক্ষা ও এর পারফরমেন্স পর্যালোচনা করা হয়েছে এবং এক্ষেত্রে সফলভাবে উত্তীর্ণ হয়েছে গ্যালাক্সি এ০৬।

স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবার উদ্ভাবনের সুবিধা উপভোগের সুযোগ থাকা উচিত। এজন্য শক্তিশালী পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ডিসপ্লের সমন্বয়ে গ্যালাক্সি এ০৬ নিয়ে এসেছি।’

স্যামসাং আউটলেট থেকে আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি এ০৬ কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: স্যামসাং-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top