পালাজ্জো প্যান্ট একই সঙ্গে আরামদায়ক এবং ফ্যাশনেবল হিসেবে জায়গা করে নিয়েছে। ক্লোজেট স্ট্যাপেল বলা যেতে পারে একে। নানান রকম ফ্যাব্রিক, হাজারও রং এই বটম পিসটিকে বারবার নতুন করে তুলেছে। পেয়ার আপ আইটেম পরিবর্তনের মাধ্যমে প্রতিবার আনকোরা রূপে উপস্থাপন করা যায় একে।
পালাজ্জো স্টাইলিংয়ের জন্যে টপস অনেকেরই পছন্দ। টপ-পালাজ্জ জুটি চেনা জানা। খানিকটা একঘেয়েমিও মনে হতে পারে কারও কারও কাছে। এমন হলে, লেয়ার করতে পারেন টপ। শ্রাগ, শ্যাকেট, ব্লেজার, কোটির সঙ্গে মেলবন্ধনে আনতে পারেন নতুনত্ব।
শার্ট যে শুধু স্কিনি কিংবা স্ট্রেইট প্যান্টের সঙ্গে পরতে হবে, তা নয়। চাইলে পালাজ্জোর সঙ্গে শার্ট পেয়ার-আপ করতে পারেন। আর সেখানে দেখাতে পারেন নিজের কারিশমা। কীভাবে? টাকড ইন করে অথবা না করে, যেদিন যেভাবে ইচ্ছা!
টি-শার্টের সঙ্গেও পরতে পারেন পালাজ্জো। লং টি-শার্ট আবশ্যক নয়। ক্রপডও হতে পারে। তবে লুজ না পরে ফিটেড ডিজাইনই ভালো মানাবে।
ইদানীং টপ ক্লথিং পিস হিসেবে অনেককে দেখা যাচ্ছে ব্লাউজ বেছে নিতে। সে ক্ষেত্রে স্লিভে ভিন্নতা ভালো লাগতে পারে। একটু পাফি স্লিভ বেছে নিতে পারেন। ড্রামাটিক লুক তৈরি হবে। ঢোলাঢালা পালাজ্জোতে কম্ফি ফ্যাশন।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন