শুক্রবার, ১১ আগস্ট শুরু হয়েছে চারদিনব্যাপী ফ্যাশন বিষয়ক প্রদর্শনী ‘নিডল থ্রেড অ্যান্ড আ স্প্ল্যাশ অব ওয়াটার’। পিরান বাংলাদেশের আয়োজনে প্রথম ফ্যাশন ও আলোকচিত্র প্রদর্শনী এটি। এর সাথে যৌথভাবে যুক্ত আছে ডকুমেন্টারি ফটোগ্রাফার রাফিদ আল জহুর।
এখানে প্রদর্শিত হয়েছে মিরপুরের বেরাইদ অঞ্চলের নারীদের সৃজনশীল হ্যান্ডিক্র্যাফটস। পিরান বাংলাদেশের সত্ত্বাধিকারী যারিন তাসনিম জয়ীতা এবং নাজিফা তাবাসসুম দেশীয় ফেব্রিক, ক্র্যাফটস নিয়ে কাজ করে যাচ্ছেন। সাজেদা ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে বেরাইদ এলাকার ৩০ জোন নারীর দক্ষতা উন্নয়নের উদ্দেশ্য কাজ করেছেন তারা।, শিখিয়েছেন একটি পোশাক কিভাবে পরিপূর্ণ ভাবে তৈরি হয়। ৮ টি ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষণ শেষ করেন তারা।
পোশাক ও ক্লথিং আইটেম গুলির ফ্যাশন শো প্রদর্শিত হয় বেরাইদ অঞ্চলের বসবাসকারীদের নিয়ে। তারাই ছিলেন মডেল। আনকোরা ভঙ্গিমায় নিজেদের দেহে তারা পিরান বাংলাদেশের উদ্যোগের পোশাক গুলি পরেছিলেন। যেখানে নকশায় ফুটে উঠেছে বেরাইদ এলাকার পরিবেশ, তাদের জীবনচারন এবং স্বপ্ন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, সাধারন সম্পাদক, ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশ জনাব শেখ সাইফুর রহমান। প্রতিষ্ঠাতা, প্রধান ডিজাইনার, বিবিয়ানা স্টুডিও লিমিটেড এবং পরিচালক পর্ষদ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিপি খন্দকার। মেকওভার এক্সপার্ট, ইন্টেরিয়র ডেকোর আর্টিস্টি বাপন রহমান।
সম্মানিত অতিথিরা পিরান বাংলাদেশের পাশে থেকে ভবিষ্যৎ পরিকল্পনায় উৎসাহ প্রদান করেন।ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এ আয়োজন চলবে।
সারাহ্ /অনলাইন
ছবি ক্রেডিট: আলিয়ঁস ফ্রঁসেজের সৌজন্যে