পিরান বাংলাদেশের সৌজন্যে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ফ্যাশন বিষয়ক প্রদর্শনী ‘নিডল থ্রেড অ্যান্ড আ স্প্ল্যাশ অব ওয়াটার’। ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এ আয়োজন চলবে। উদ্বোধন হবে ১১ আগস্ট, শুক্রবার, বিকাল ৫ টায়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক, ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশ; লিপি খন্দকার, প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার, বিবিয়ানা স্টুডিও লিমিটেড; বাপন রহমান, মেকওভার এক্সপার্ট, ইন্টেরিয়র ডেকোর আর্টিস্ট।
পিরান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন যারিন তাসনিম জয়ীতা, ফ্যাশন ডিজাইনার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও স্থপতি নাজিফা তাবাসসুম। সূচনা অনুষ্ঠানের পরে সন্ধ্যা ৬ টায় প্রদর্শিত হবে ফ্যাশন শো। এ ছাড়াও থাকছে, ডকুমেন্টারি ফটোগ্রাফার রাফিদ আল জহুরের আলোকচিত্র সিরিজ। সেখানে দেখা যাবে বেরাইদ বস্তির মানুষের গল্প, তাদের জীবন সংগ্রাম, স্বপ্ন, আনন্দ ও উৎসব। দ্রুত শহরায়ন কীভাবে একটি এলাকার মানুষকে প্রভাবিত করে এবং জীবন পাল্টে দেয় তাই নিয়ে গল্পটি সাজানো হয়েছে।
পিরান বাংলাদেশের সাথে এই প্রজেক্টে আছে সাজেদা ফাউন্ডেশন। এই আয়োজনে মিডিয়া পার্টনার ক্যানভাস ম্যাগাজিন
- সারাহ্/ ক্যানভাস অনলাইন