আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল সময়ের আলোচিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গানের মিউজিক ভিডিও কবিতা। গেল ঈদুল ফিতরে প্রকাশ পাওয়া জনপ্রিয় এই শিল্পীর গাওয়া নতুন গান ‘কবিতা পড়া নয়’-কে নান্দনিক মিউজিক ভিডিওতে রূপ দিয়েছে তরুণ নির্মাতা শুভব্রত সরকার। ভিডিওটির অবমুক্তি উপলক্ষে ৩ জুলাই মঙ্গলবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ জি সিরিজ স্টুডিওতে আনুষ্ঠানিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আসরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গানটির শিল্পী বাপ্পা মজুমদার, সুরকার মেহেদী, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়াসহ সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা।
শুরুতেই আনন্দঘন পরিবেশে উপস্থিত সবার সামনে ভিডিওটি প্রদর্শন করা হয়। এ সময় উপভোগীরা চমৎকার দৃশ্যায়নে মুগ্ধ হন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘আমি তো আসলে অভিনেতা না। এখানে যতখানি ভালো লেগেছে, তার সবটুকু কৃতিত্ব তরুণ নির্মাতা শুভব্রত সরকারের। এত সুন্দর একটি গানের জন্য সঙ্গীত পরিচালক মেহেদি ভাইয়ের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘জি সিরিজকে আমি সব সময় পরিবারের মতোই মনে করি। সংগীতের দুঃসময়েও জি সিরিজ হাল ছাড়েনি। এই প্রতিষ্ঠানের কর্ণধার খালিদ ভাই অসাধারণ একজন সংগীতপ্রেমী মানুষ। বরাবরের মতো এই কাজটির পেছনেও তার আন্তরিক অনুপ্রেরণা ছিল। সবার প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
সংগীত পরিচালক মেহেদী বলেন, ‘এই গানটি খুবই চমৎকার কথামালায় আবৃত। বাপ্পা মজুমদার আমাদের দেশের একজন নন্দিত সংগীতশিল্পী। অসাধারণ গাওয়ার পাশাপাশি তিনি এই ভিডিওতে চমৎকার অভিনয়ও করেছেন।’
জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘বাপ্পা মজুমদারকে সবার কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি আমাদের সঙ্গীতের অনন্য উজ্জ্বল একজন সঙ্গীতশিল্পী। ‘‘কবিতা’’ গানটিও চমৎকার গেয়েছেন। একই সঙ্গে এই গানের মিউজিক ভিডিওতে চমৎকার অভিনয় করেছেন। আমার তো মনে হয় এরই মধ্য দিয়ে ভবিষ্যতে তিনি অভিনয়ে নিয়মিত হতে পারেন। চমৎকার সুরায়োজনে গানটিতে প্রাণ দিয়েছেন সংগীত পরিচালক মেহেদী। একইভাবে শুভব্রত সরকার অনেক প্রাণবন্ত একটি ভিডিও বানিয়েছে। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’
মোরসালিন আলিফ জিয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্মাতা শুভব্রত সরকার বলেন, ‘আমি প্রথমেই জি সিরিজ পরিবারকে, বিশেষ করে খালিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাব এই জন্য যে, তিনি এই সুন্দর কাজটির সাথে আমাকে সম্পৃক্ত করেছেন। পাশাপাশি বাপ্পাদা অসাধারণ কাজ করেছেন। আমার মনে হয়েছে উনার মধ্যে অভিনয়ের গুণটি আগে থেকেই রয়েছে। এই কাজ করতে গিয়ে উনাকে অনেক বিরক্ত করেছি। এ জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ভিডিওটি সবার কাছে এতটুকু ভালো লাগলেই আমাদের সার্থকতা।’
বর্ণাঢ্য এ প্রকাশনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল কবিতা শিরোনামের নতুন এই মিউজিক ভিডিও। স্যামুয়েল হকের লেখা এ গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক মেহেদী।
দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-অগ্নিবীণার ব্যানারে প্রকাশের পরই গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। নির্মিত হয়েছে গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও ‘কবিতা’।
ভিডিওটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে মডেল হয়েছেন সুস্মিতা সিনহা। ওসয়াতুন হোসনা সেরার পোশাক পরিকল্পনায় ভিডিওটির শিল্প নির্দেশনায় রয়েছেন নাজেরী সাগর। সম্প্রতি রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির চিত্রায়ণ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা শুভব্রত সরকার।