ক্যানভাস রিপোর্ট
মাহমুদা মাহা। এ প্রজন্মের জনপ্রিয় উপস্থাপিকা। ভীষণ ব্যস্ত সময় কাটছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নানান প্রোগ্রাম উপস্থাপনা করে। পাশাপাশি একটি রিয়েলিটি শোয়ের আদ্যোপান্ত সামলাচ্ছেন। তা ছাড়া বিভিন্ন করপোরেট অনুষ্ঠান উপস্থাপনার ব্যস্ততাও রয়েছে।
টেলিভিশন নাটকে অভিনয়ও করেছেন বেশ কিছু। এখন অবশ্য খানিকটা কমিয়ে দিয়েছেন। এরই ফাঁকে কাজ শেষ করে ফেলেছেন দুটি চলচ্চিত্রে। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ও ‘মেঘ রোদ্দুর খেলা’। দুটিই সরকারি অনুদানের সিনেমা। এরমধ্যে ‘মেঘ রোদ্দুর খেলা’ শিগগিরই মুক্তি পাওয়ার কথা চলছে। তার মানে, আনুষ্ঠানিকভাবে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার।
যশোরে বেড়ে ওঠা এবং উচ্চ মাধ্যমিকের পাঠ শেষে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা সম্পন্ন করা মাহা জানান, তিনি মূলত মঞ্চের মানুষ। বেড়ে উঠেছেন সাংস্কৃতিক আবহে। অল্প বয়স থেকেই উপস্থাপনায় পারদর্শী। তবে ক্যারিয়ার হিসেবে মিডিয়ায় যাত্রা ৭ বছর আগে।
শুরুতে একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করতেন। উপস্থাপনাই ছিল সেই চাকরির মূল দায়িত্ব। এরপর এখন ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে কাজ করছেন।
মাহা ছিলেন বিতার্কিকও। বিতর্ক দিয়েই টেলিভিশনে পথচলা শুরু তার। বিতর্কে বিভাগী পর্যায়ে ছিলেন চ্যাম্পিয়নও।
বিজ্ঞাপনে মাহাকে ইতোমধ্যে দেখা গেলেও মডেলিং নিয়ে খুব বেশি ভাবনা নেই তার। ব্যস্ততার ফাঁকে ফাঁকে নিজেকে আরও শাণিত করতে চান উপস্থাপনা ও অভিনয়ে।