ক্যানভাস রিপোর্ট
২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো ঢাকা কিচ। ঢাকার গুলশান-২-এ আবস্থিত ই বিস্ট্রোতে এ উপলক্ষ্যে ছিল জাঁকজমক আয়োজন। এতে দেশসেরা ফ্যাশন ডিজাইনার, সঙ্গীতশিল্পী, গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি ছিল। ঢাকা কিচের যৌথ প্রতিষ্ঠাতা হলেন কুহু এবং চন্দনা আর দেওয়ান।
কুহু বলেন, ‘ঢাকা কি্চ হচ্ছে গডে আর্ট থেকে অনুপ্রাণিত। বাংলার সিনামা, ঐতিহ্য, সংস্কৃ্তির অনুষঙ্গ অনেকের পছন্দ না হলেও এগুলোকে গ্ল্যামারাইজ করা ঢাকা কিচের অন্যতম উদ্দেশ্য। ব্যাগ, ছাতা, পোস্টার, জুয়েলারিসহ নানাধরনের পণ্য থাকলেও আমাদের মূল ফোকাস টি-শার্টকে কেন্দ্র করেই। আমরা এর মাধ্যমে শহুরে জীবনের নানা অনুষঙ্গ বিশেষ করে মজার দিকগুলো তুলে ধরতে চাই। ফাংশনাল আর্টের ছোঁয়া দিতে চাই আমাদের সকল পণ্যে।’
।চন্দনা বলেন, ‘মূলত কফি শপে আড্ডা দিতে দিতে আমাদের দুজনের এই ব্যবসায়িক ধারণা মাথায় আসে। পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমের ফসল এই ঢাকা কিচ। ভবিষ্যত নিয়ে বেশ আশাবাদী আমরা।’
উদ্যোক্তাদের কাছ থেকে আরও জানা যায়, এই আয়োজনের একটি অংশ পাবে থ্রাইভ নামে চ্যারিটি সংগঠন। এছাড়াও, অনলাইনের পাশাপাশি চন্দনের শো-রুমেও পাওয়া যাবে পণ্যগুলি।পণ্য পেতে যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়: চন্দন, হাউজ-৯, রোড – ১০৩, গুলশান ২, ঢাকা।