এবারের ঈদে পোশাক ব্র্যান্ড সাদাকালোর কালেকশনে রয়েছে ভিন্নতা। প্রতিষ্ঠানটিতে পাওয়া যাচ্ছে এথনিক স্মাইল ডিজাইনের পোশাক। অর্থাৎ এথনিক ট্র্যাডিশনাল ক্যাটালগ ‘আলাম’-এর নকশাগুলো ব্যবহৃত হয়েছে পোশাকগুলোতে।
রাঙামাটির বুননশিল্পী শরৎমালা চাকমা এক শর বেশি ডিজাইন ক্যাটালগ আলাম বুনেছিলেন, যা পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিশেষ করে ইংল্যান্ডের কমনওয়েলথ ইনস্টিটিউটে প্রদর্শনী হয়েছে। এতে ফুটে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত ঐতিহ্যবাহী নকশা। এই বুননশিল্পীর ডিজাইনের সমন্বয়ে এবার সাদাকালোর আয়োজন। প্রতিষ্ঠানটি শরৎমালা চাকমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
মূলত শিল্পীর হাতে বোনা নকশাগুলো প্রিন্ট এবং সূচিশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সাদাকালো। তৈরি হয়েছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজসহ শিশুদের পোশাক। এ ছাড়া থাকছে গয়না। সাদাকালোর এথনিক স্মাইলের মডেল হয়েছে শরৎমালা চাকমার কন্যা চিত্রকর কনকচাঁপা চাকমাসহ অনেকে। শোরুম ছাড়া অনলাইনেও মিলবে এসব পোশাক। হাফ সিল্ক ফ্যাব্রিকের এসব এথনিক স্মাইল শাড়ির দামেও কিছুটা ভিন্নতা রয়েছে। কিছু শাড়ি মিলবে ১ হাজার ৯৫০ টাকায়। আবার কিছু পাওয়া যাবে ২ হাজার ৭২০ টাকায়। অনলাইনে পাঞ্জাবি মিলবে ১ হাজার ৯৮০ টাকায়। হাফহাতা শার্ট ১ হাজার ২৮০ টাকা। অনলাইনে এথনিক স্মাইলের পোশাক কেনাকাটায় থাকছে ১০ শতাংশ ছাড়।