skip to Main Content
বন্ধন রঞ্জন

টাই অ্যান্ড ডাই। নানান রঙে কাপড়কে রাঙিয়ে নেওয়ার চেনা পদ্ধতি। বাইন্ডিং, ফল্ডিং অথবা স্ক্রাঞ্চিং। রঙের ছোঁয়ায় কাপড়ে তৈরি হয় প্যাটার্নস।

সেই ৮০০-৫০০ খ্রিস্টপূর্বাব্দে উজ্জ্বল রং ব্যবহার করে টাই অ্যান্ড ডাই পদ্ধতির সঙ্গে পরিচয় শুরু হয়েছে। এত বছর পরও ফ্যাশন সচেতনদের আগ্রহ আছে এর প্রতি। বাংলাদেশি ক্লথিং ব্র্যান্ডগুলোও কাজ করে এই মাধ্যম নিয়ে।

রং বাংলাদেশের স্টল ঘুরে পাওয়া গেল এমন শাড়ি। মেঘলা দিনে শাড়ি পরে অফিস করতে চাইলে অথবা কোনো ঘরোয়া আয়োজনে অংশ নিতে অনায়াসে টাই-ডাই শাড়ি বেছে নিতে পারেন। বেগুনির শেডের সঙ্গে রুপালি গয়না মানিয়ে যায় বেশ। অক্সিডাইজডও হতে পারে আপনার সঙ্গী। সরল সৌন্দর্যে আপনি হয়ে উঠতে পারেন আনকোরা।

ছবি: রং বাংলাদেশের সৌজন্যে

রং বাংলাদেশেরে আউটলেট ছাড়াও ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসুন ব্র্যান্ডটির নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট www.rang-bd.com এবং rangbangladesh ফেসবুক পেজে। অর্ডার করলেই হোমডেলিভারি সার্ভিসের মাধ্যমে পণ্যটি পৌঁছে যাবে আপনার ঘরে, নিরাপদে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ হোয়াটসআপ নম্বরে।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top