কসমেটিক্স ব্র্যান্ড ‘ইংলোট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কস্টিউম স্পন্সর করেছে মডেল অভিনেত্রী সুজানা জাফরের প্রতিষ্ঠান ‘সুজানাস ক্লোজেট।’ গত ১২ মে শনিবার বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইংলোট।
শনিবার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী সুজানা জাফর, শাবনাজ সাদিয়া ইমিসহ উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন র্যাম্প মডেলরা।
উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে সুজানা জাফর বলেন, ইংলোটের মালিক মূলত আমার ছোটবেলার বন্ধু। ওখানে মেকআপের একটা শট ছিল, আমি কস্টিউম স্পন্সর করেছি। আমি বলতে ‘সুজানাস ক্লোজেট’। দেশের মডেলরা এসেছিলেন। তারা আমার কাপড় পরেছেন।
উদ্বোধনী অনুষ্ঠান মেতে উঠেছিল একটি ‘ফ্যাশন শো’র মাধ্যমে। সেই ফ্যাশন শোর কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন সুজানা জাফর। ছবিগুলোতে বিভিন্ন মডেলের ‘সুজানা’স ক্লোজেট’-এর কাপড় পরে রানওয়েতে হাঁটতে দেখা গেছে।
৬ এপ্রিল রাজধানীর বনানীর ১১ নম্বরে একটি শোরুম নিয়ে স্বতন্ত্রভাবে পোশাক ব্যবসা শুরু করেন সুজানা জাফর। তিনি দেশের বাইরে থেকে কাপড় আমদানি করেন। পাশাপাশি নিজের ডিজাইন করা কাপড়ও রাখেন।
নিজের প্রতিষ্ঠানের কাপড়ের কালেকশন বিষয়ে একটু ভিন্নভাবে ভাবছেন সুজানা জাফর। তার মতে, আমাদের দেশের বিভিন্ন তারকারা প্রোগ্রাম বা পার্টিতে গেলে গাউন পরতে চায়। কিন্তু বাংলাদেশ গাউন তেমনভাবে সহজলভ্য নয়। তার মূল উদ্দেশ্যই হচ্ছে গাউন আমদানি করা। এসব উদ্দেশ্য মাথায় রেখেই এগিয়ে চলছে অভিনেত্রী সুজানা জাফরের প্রতিষ্ঠান সুজানাস ক্লোজেট।
ইতোপূর্বে সুজানাকে অভিনয়ে ব্যস্ত দেখা গেলেও বর্তমান তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত রয়েছেন।